adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন, সড়ক পরিবহন আইন সংশোধনের জন্য পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করা হবে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ধানমণ্ডীর দলীয় সভানেত্রীর কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিক উপকমিটির সভায় এ কথা বলেন। তিডিন বলেন, যান চলাচলে বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে বাড়াবাড়ি হবে না । ডিবিসি টিভি ও চ্যানেল২৪

তিনি বলেন, সঠিকভাবেই আইন প্রয়োগ করা হবে। এতে কোনো অসংগতি ধরা পড়লে বাস্তবতার নিরিখেই তার সমাধানের আশ্বাস দেন তিনি। আইনে পাশাপাশি সড়কপরিবহনের অন্য বিষয়গুলোর বিধিমালা তৈরি হচ্ছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা। টানা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট তুলে নেয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার সড়কে গণপরিবহন চলতে শুরু করেছে। এতে করে অফিসগামী যাত্রীসহ নগরবাসী সহজেই গন্তব্যে পৌঁছতে পারায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

গত ১ নভেম্বর নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করে সরকার। তবে নতুন আইনে মামলা ও শাস্তি দেয়ার কার্যক্রম মৌখিকভাবে দুই সপ্তাহ পিছিয়ে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। গত বৃহস্পতিবার সেই সময়সীমা শেষ হয়েছে। রোববার সড়কমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ওইদিন থেকেই আইন কার্যকর শুরু হয়েছে। এরপর থেকেই ঘোষিত-অঘোষিত পরিবহন ধর্মঘট ডাকতে শুরু করে পরিবহন সংগঠনগুলো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া