adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোবিন্দ হালদারের চিকিৎসা-কথা রাখলেন প্রধানমন্ত্রী

hasina-1420034201আন্তর্জাতিক ডেস্ক  : কালজয়ী গানের রচয়িতা গোবিন্দ হালদারের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেওয়ার কথা দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই কথা তিনি রাখলেন।   বুধবার কলকাতায় অবস্থিত  বাংলাদেশ দূতাবাসের উপ-হাইকমিশনার জকি আহাদ গোবিন্দ হালদারের চিকিৎসার খরচ বাবদ প্রথম দফার ৩০ হাজার রুপি তুলে দিলেন। কাঁকুরগাছি এলাকার রামকৃষ্ণ সমাধি রোডে গোবিন্দ হালদারের বাসভবনে গিয়ে তার স্ত্রীর হাতে এই অর্থ তুলে দেন উপ-হাইকমিশনার।   গুরুতর অসুস্থ অবস্থায়  গত  ১৩ ডিসেম্বর  গোবিন্দ হালদারকে কলকাতার মানিকতলা জিতেন্দ্র নাথ রায় হাসপাতালে ভর্তি করা  হয়। পরে তাকে ওই হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু আর্থিক অনটনের কারণে  চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছিলেন না তার পরিবার।   ওই সময় তার মেয়ে গোপা হালদার সংবাদ মাধ্যমের কাছে আবেদন করে বলেন, ‘বাবার ওষুধ, বেড ভাড়া, সব মিলিয়ে প্রতিদিন চিকিৎসাবাবদ প্রায় পাঁচ হাজার রুপি খরচ হচ্ছে। আর্থিক সঙ্কটের কারণে সেই খরচ বহন করা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার যদি এই দায়িত্ব নেন, তাহলে খুবই ভাল হয়।’ আর সেই ডাকেই সাড়া দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   ২০ ডিসেম্বর রাতে কলকাতাস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনার জকি আহাদ, প্রথম প্রেস সচিব মোফাকখারুল ইকবালের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মুঠোফোনে কথা বলেন গোবিন্দ হালদারের সঙ্গে।   এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের ভুলতে পারি না যাদের জন্য আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সকল যোদ্ধার মতো গোবিন্দ হালদারের কাছেও বাংলাদেশ কৃতজ্ঞ। তাই ওনার চিকিৎসার সমস্ত দায়িত্ব ভার এখন বাংলাদেশ সরকার বহন করবে।’   এরপরেই ৬ দিনের সফরে ভারতে এসে ২২ ডিসেম্বর রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ গোবিন্দ হালদারকে দেখে যান। গোবিন্দ হালদার মানেই যেন অনুপ্রেরণা, গোবিন্দ হালদার মানেই যেন শিহরণ। মনে পড়ে যায় মুক্তিযুদ্ধের সেই সমস্ত হৃদয়স্পর্শী কালজয়ী গান। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা/পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/ রক্ত লাল রক্ত লাল/ কিংবা মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।   উল্লেখ্য, ১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। কিন্তু চাকরি সূত্রে প্রায় ৫০ বছর আগে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন তিনি। বর্তমানে কলকাতার অনতিদূরে কাঁকুরগাছি বসবাস করছেন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া