adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ড্রাকুলার কবরের সন্ধান?

বুলগেরিয়ার ভ্যাম্পায়ার কবরস্থানে নারী ও শিশুর কঙ্কালআন্তর্জাতিক ডেস্ক : বিজ্ঞানের যুগে সব কিছুই প্রমাণসাপেক্ষ। ভূত-প্রেত আছে কিনা, তর্কের বিষয়। যেখানে বিশ্বাস-ই শেষ কথা। যে যার নিজের দাবিতে অটল। কিন্তু খোদ প্রতœতত্ত্ববিদদের চোখের সামনে যদি একের পর এক ভ্যাম্পায়ারের অস্তিত্ব প্রকট হয়, তখন বিষয়টি কেমন দাঁড়ায়?  ব্রিটেনের একাধিক প্রথমসারির দৈনিকে খবরটি প্রকাশিত হতেই রীতিমতো নডড়েচড়ে বসেছেন বিজ্ঞানীরা। একের পর এক কবরে সারি দিয়ে শুয়ে রয়েছে সেই রক্তচোষা অশরীরী। প্রতœতত্ত্ববিদরা যতই মাটি খুঁড়ছেন, আবিষ্কার হচ্ছে ভয়াবহ দেহ।  দক্ষিণ বুলগেরিয়ার প্রাচীন শহর পারপেরিকন। গ্রিস ও তুর্কমেনিস্তানের সীমান্তে। সেই শহরের উপকণ্ঠে ধূ ধূ প্রান্তরে সম্প্রতি খননকার্য শুরু করেন বিখ্যাত প্রতœতত্ত্ববিদ নিকোলাই ওভাচারভ। ব্রিটেনের দৈনিক দদ্য টেলিগ্রাফদ ও দহাফিংটন পোস্টদ-এ প্রকাশিত খবর অনুয়ায়ী, খনন কাজ চলার সময় হঠাত কিছু হাড়গোড় দেখতে পান ওভাচারভ। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। মাটি সরতেই চোখ কপালে ওঠার মতো অবস্থা। সেই বুক কাঁপানো পরিচিত দৃশ্য। কঙ্কালের বুকে একটি ধাতব দণ্ড। ভ্যাম্পায়ারকে নিধন  করতেই ব্যবহৃত হয় এই ধরনের ধাতব দণ্ড। সাধারণত অতৃপ্ত আত্মা কফিন ছেড়ে উঠে আসা শুরু করলেই, খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনের বেলায় মাটি খুঁড়ে ওই ধাতব দণ্ড মৃতদেহের বুকে রেখে দেন।। দ্য টেলিগ্রাফ-কে দেওয়া একটি সাক্ষাতকারে নিকোলাই ওভচারভ বলেছেন, দএ বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটি দেহেই ভ্যাম্পায়ার নিধন করার জন্য ধর্মীয় আচার পালন করা হয়েছে। সাধারণত এই পরলৌকিক ক্রিয়া সেই সব দেহেই করা হয়, যাদের অস্বাভাবিক মৃত্যু হয়। যেমন, আত্মহত্যা, সাপের কামড় ইত্যাদি। বুলগেরিয়ার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ভ্যাম্পায়ার কবরস্থানে দুটি দেহের মধ্যে একটি দেহে দেখা যাচ্ছে, এক প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল ও একটি বাচ্চার কঙ্কাল। দুটি কঙ্কাল নিজেদের জডড়িয়ে ধরে রয়েছে। মা যেমন তার সন্তানকে জডড়িয়ে ধরেন। দুজনেরই বুকে লোহার দণ্ড। ওভাচারভের অনুমান, কবরগুলো ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি সময়ের। তবে বুলগেরিয়ায় এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১২ সালেও বুলগেরিয়ার সোজোপল শহরে প্রতœতত্ত্ববিদরা দুটি কবর উদ্ধার করেছিলেন। ওই দেহগুলোতেও বুকের ওপর ছিল সেই ধাতব দণ্ড। বিবিসির খবরে বলা হয়েছে, বুলগেরিয়ার সীমান্তবর্তী এলাকায় এ পর্যন্ত ১০০টি ভ্যাম্পায়ার কবর পাওয়া গেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া