adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন তলা দালান আগুনে ধসে পড়ল

2নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কারখানার তিনতলা ভবনটি পুরোপুরি ধসে পড়েছে। তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

২৫ ফেব্রুয়াির শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ইসলাবাগের বেড়িবাঁধ এলাকার ওই প্লাস্টিক কারখানার গুদামে আগুন লাগে। পুরো ভবনটি কারখানা হলেও মালিক সেলিম তার পরিবার নিয়ে ওই ভবনেই থাকতেন। ভবনের মধ্যে একটি লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর থেকেই মালিক ও তার পরিবার পলাতক রয়েছে। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

জানা গেছে এলকাটি অনেক ঘিঞ্জি। একটি ভবনের সাথে আরকেটি ভবন লাগানো। যে কারণে প্লাস্টিক কারখানায় আগুন লাগার সাথে সাথে পাশের ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর পর ফায়ার সার্ভিস আগুন নেভাতে আসে। তবে সরু রাস্তা হওয়ায় আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো কারখানা ও পাশের ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। ওই এলাকায় এখন বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের টেলিঢেফান অপারেটর জিয়াউর রহমান বলেন, ‘বিকাল সাড়ে চারটার দিকে ইসলাবাগের বেড়িবাঁধ এলাকায় একটি প্লাস্টিক কারখানার গুদামে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া