adv
১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কারো চাপে আমাকে মহাসচিব করা হয়নি: বাবলু

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির নতুন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেছেন, আমাকে পার্টির চেয়ারম্যান ভালো করে জানেন। এ কারণেই তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছেন। কারো চাপে আমাকে মহাসচিব করা হয়নি।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাবলু বলেন, দলের চেয়ারম্যান গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী আমাকে মহাসচিব করেছেন।
এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে  জাতীয় পার্টির (জাপা)  মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে  জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ বৃহস্পতিবার রাতে এই নিয়োগ দেন।
গণমাধ্যমে পাঠানো এরশাদের সই করা এক বিবৃতিতে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব নিয়োগ দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন যাবত্ দলীয় কার্যক্রমে আপনার উল্লেখযোগ্য ভূমিকা এবং দলকে শক্তিশালী করার ক্ষেত্রে আপনার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে দলের গঠনতন্ত্রের ৩৯ ধারার বিধান মোতাবেক আপনাকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া