adv
৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে ইয়াবার বৃহৎ চালান উদ্ধার

ডেস্ক রিপোর্ট : মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসার সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আশারতলী থেকে ২০ হাজারেরও বেশি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বান্দরবান সীমান্ত থেকে এ যাবত উদ্ধার করা ইয়াবার চালানের মধ্যে এটিই সব চেয়ে বড়।রোববার রাতে আশারতলী এলাকায় এক রোহিঙ্গা নারীর কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। তবে ইয়াবা বহনকারী ওই রোহিঙ্গা নারীকে আটক করা যায়নি।ইয়াবাগুলো ফেলে গভীর জঙ্গলে পালিয়ে যায় পাচারকারী।উদ্ধারকৃত ইয়াবাগুলো আশারতলী স্থানীয় বিজিবি ক্যাম্পে  দেয়ার পর এগুলো সোমবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে। এর বাজার মূল্য কত হতে পারে তা এখনো বিজিবি জানায়নি।৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো গণনার কাজ চলছে। তবে তা ২০ হাজাররেও বেশি হবে বলে তিনি জানান।স্থানীয়রা জানান, রোববার রাতে প্রধানঝিড়ি এলাকায় এক সন্দেহভাজন রোহিঙ্গা নারীর গতিবিধি দেখে  লোকজন তাকে আটক করতে চাইলে সে একটি ব্যাগ ফেলে সীমান্তের জঙ্গলে গা ঢাকা দেয়।স্থানীয় ইউপি সদস্য নুর হোসেন জানান, ব্যাগে তল্লাশি করে তিন কেজি লাল রঙ্গের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এগুলো বিজিবি ক্যাম্পে জমা দেয়া হয়েছে। বিজিবি জানিয়েছে ইয়াবা পাচারের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের আটকের তৎপরতা চলছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া