adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যবস্থাপক সম্মেলনে নতুন বছরের যাত্রা শুরু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের

FSIBডেস্ক রিপোর্ট : সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা অঞ্চলে ও ঢাকা মহানগরীর মোট ১৪৮ টি  শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগনদের নিয়ে দুই দিন ব্যাপী ব্যবস্থাপক সম্মেলন ঢাকা রিজেন্সি হোটেল ও ব্রাক সিডিএম সাভার-এ অনুষ্ঠিত  হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন। সভায় ২০১৬ সাল কে এসএমই বছর হিসেবে ঘোষনা করা হয়। সভায় ২০১৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখাসমূহকে পুরস্কৃত করা হয়। ২০১৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। ভালো বিনিয়োগ গ্রহীতা নির্বাচন করে নতুন বিনিয়োগ প্রদান এবং ব্যাংকের ব্যবসা বৃদ্ধির জন্য অঞ্চলিক শাখা ও মহানগরীর শাখা প্রধানদের প্রতি আহ্বান জানানো হয়। খেলাপী  বিনিয়োগ, শ্রেনীকৃত এবং অবলোপনকৃত বিনিয়োগ আদায়ে সচেষ্ট হতে এবং নতুনভাবে যাতে কোন অবস্থাতেই খেলাপী বা শ্রেণীভুক্ত না হয় সে দিকে সকল শাখা প্রধানকে বিশেষ নজরদারি ও নিবিড় তত্ত্বাবধানের জন্য নির্দেশ প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকগন জনাব কাজী ওসমান আলী ও জনাব সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকগন জনাব আবদুল আজিজ, জনাব মো: মোস্তফা খায়ের ও জনাব মো: সাইফুর রহমান পাটোয়ারী এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া