adv
২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবা খেলা হারাম: ফতোয়া সৌদি প্রধান মুফতির

soudi arab_99459স্পোর্টস ডেস্ক : দাবা খেলাকে ‘হারাম’ ঘোষণা করেছেন সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ‘শত্রুতা ও ঘৃণার’ জন্ম দেয় এই দাবি করে মুসলমানদের জন্য খেলাটি হারাম বলে ফতোয়া জারি করেছেন দেশটির প্রধান মুফতি শেইখ আবদুল আজিজ বিন-আব্দুল্লাহ আল-শেইখ।  খবর দ্য ইনডিপেনডেন্ট পত্রিকার।

সাপ্তাহিক টিভি অনুষ্ঠানে দর্শকের প্রশ্নের জবাবে দাবা খেলা নিয়ে ওই ফতোয়া দেন তিনি। ফতোয়াটি কখন ঘোষণা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

মুফতি আব্দুল্লাহ বলেন, দাবা খেলা সময়ের অপচয় এবং এটা টাকা অপব্যয়ের একটি পন্থা। এটা মানুষের মধ্যে শত্রুতা ও ঘৃণার জন্ম দেয়।

দাবা নিয়ে প্রধান মুফতি ফতোয়া দিলেও সৌদি আরবে এটি আইনগতভাবে কার্যকর হবে না। এমন আইন সৌদি আরবে প্রচলিত নেই। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।

সৌদি চেস অ্যাসোসিয়েশনের ল কমিটির সভাপতি মুসা বিন থাইলি বলেন, নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার মক্কায় দাবা টুর্নামেন্ট শুরু হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া