adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন পাগল সুধীর বিশ্বাস ১ ভোট পেয়েও যষ্ঠবারের মতো এমপি প্রার্থী

ডেস্ক রিপাের্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ষষ্ঠবারের মতো মনোনয়নপত্র জমা দিলেন ‘নির্বাচন পাগল’ সুধীর বিশ্বাস। ৬টি নির্বাচনে শুধু নিজের এক ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হওয়ার পরও এবারও তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিন ছেলে ও এক মেয়ে সন্তানের জনক উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের সুধীর রঞ্জন বিশ্বাস (৬০)। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাউয়ূমের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। কখনো নিজের ভোটটি ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোট পায়নি সুধীর বিশ্বাস।

সুধীর রঞ্জন বিশ্বাস জানান, ৩০ বছর আগে তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ইউপি সদস্য পদে নির্বাচনে হেরে মারা যান। সে মারা যাওয়ার পর থেকেই তার আত্মার সন্তুষ্টির জন্যই নির্বাচন করে আসছেন। নিজেকে তিনি একজন গ্রাম্য চিকিৎসক দাবি করে বলেন, রোগীদের চিকিৎসাপত্র দিয়ে জমিয়ে রাখা টাকা দিয়ে এ বছর মনোনয়নপত্র জমা দিয়েছি।

তিনি বলেন, এলাকায় একজন পল্লি চিকিৎসক হিসেবে মানুষের সেবা করে আসছি। আমার প্রয়াত স্ত্রী অঞ্জলি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। তার স্মৃতি রক্ষায় মৃত্যু অবধি আমি এমপি নির্বাচন করে যেতে চাই।

এ বিষয়ে স্থানীয় দাউদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলুল হক খান বলেন, সুধীর রঞ্জন আমার ই্উনিয়নের বাসিন্দা। ভোটে দাঁড়ানোর অধিকার তার আছে। এই বৃদ্ধ আসলে স্বাভাবিক মানুষ নন। এলাকায় তিনি নির্বাচন পাগল বলে পরিচিত প্রতিবার সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়ে আলোচনা সৃষ্টি করেন। – ইত্তেফাক থেকে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া