adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৭ ঘণ্টায় ১৩ গাড়িতে আগুন

ডেস্ক রিপাের্ট: পুলিশ, র‌্যাব ও বিজিবির কঠোর নিরাপত্তা এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সতর্ক পাহারার মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনা বাড়ছে। বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের মধ্যে ‘উচ্ছৃঙ্খল জনতা’ দেশজুড়ে ১৩টি গাড়িতে আগুন দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘৮ নভেম্বর বুধবার সকাল ৬টা থেকে ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা (২৭ ঘণ্টা) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ১৩টি আগুনের সংবাদ পাওয়া গেছে।’

এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই ৫টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর বাইরে গাজীপুর, খাগড়াছড়ি, বগুড়া, বরগুনা ও নোয়াখালী- এই পাঁচ জেলায়ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যানবাহনে আগুন দেওয়ার বেশির ভাগ ঘটনা ঘটেছে সন্ধ্যার পর এবং ভোরে।

ঢাকা সিটিতে (হাজারীবাগ, তাঁতীবাজার, কাকলী, মিরপুর, ধানমন্ডি) পাঁচটি, ঢাকা বিভাগে (গাজীপুর) তিনটি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি) একটি, রাজশাহী বিভাগে (শিবগঞ্জ, বগুড়া) একটি, বরিশাল বিভাগে (গৌরনদী, বরগুনা) দুটি, চট্টগ্রাম বিভাগে (নোয়াখালী) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় সাতটি বাস, চারটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।

আগুনের আরও বিস্তারিত বর্ণনায় ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার ভোররাত পাঁচটা ২৫ মিনিটে গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। ওই দিন সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় একটি কাভার্ড ভ্যানে আগুন ধরানো হয়। একই দিন সন্ধ্যা ছয়টা আট মিনিটে গাজীপুরের মাওনায় একটি বাসে আগুন দেয়ার ঘটে।

তিনি জানান, বুধবার সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে আকাশ পরিবহনের বাসে আগুন দেয়া হয়। রাত আটটা আট মিনিটে বনানীর কাকলী পুলিশ ফাঁড়ির সামনে মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়। রাত ৯টা ২২ মিনিটে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটে।

ঢাকার বাইরের আগুনের ঘটনাগুলো নিয়ে তালহা জানান, বুধবার রাত আটটা ৫৫ মিনিটে বগুড়ার শিবগঞ্জের চণ্ডিপাড়ায় ট্রাকে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। রাত সোয়া ৯টার দিকে বরগুনার আমতলীতে সাকুরা পরিবহনের বাসে আগুন দেয়া হয়। রাত ১১টা ২৭ মিনিটে বরিশালের গৌরনদীর বাটাজোর এলাকায় কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়।

তিনি আরও জানান, বুধবার গভীর রাত পৌনে ২টায় গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করা হয়। রাত দুইটায় নোয়াখালীর বেগমগঞ্জের আমিনবাজারে ট্রাকে আগুন দেয়া হয়। এ ছাড়া বৃহস্পতিবার ভোররাত পৌনে পাঁচটার দিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ভিআইপি পরিবহনের বাসে এবং ভোররাত পাঁচটা ৩৭ মিনিটে মিরপুর ১৩ নম্বরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া