adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে নরেন্দ্র মোদির রাজনৈতিক ফায়দা লুটার ফন্দি: মুকুল কেশাভান

স্পোর্টস ডেস্ক: ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর সম্মানে আহমেদাবাদে নির্মিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আগে, ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেটের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। চলতি বছরের মার্চে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যান্থনি অ্যালবানিজ প্রথমে স্টেডিয়ামের ভেতরে মঞ্চ সজ্জিত একটি বিশেষ গাড়িতে চড়েন। সেই গাড়িটিকে স্বর্ণ-নির্মিত রথের মতো আদি রূপ দেওয়া হয়। তারা দুজনই দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়েন। তারপর তারা মূল মঞ্চে ফিরে যান এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানের অংশ হিসেবে, মোদি স্টেডিয়ামের ভেতরে মোদির বিশালাকার একটি পোস্টার স্থাপন করা হয়।

উপরের বর্ণিত ঘটনাটি ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে মোদি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে যাচ্ছেন। স্বাগতিক দেশ হিসেবে বাড়তি সুবিধা, চরম ফর্মে থাকা মারদাঙ্গা ক্রিকেটারদের নিয়ে ঈর্ষণীয় স্কোয়াড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপুল আর্থিক সামর্থ্য এসব কিছুই আগামী ৪৬ দিনের এই টুর্নামেন্টে ফেভারিট দলগুলোর চেয়ে ইন্ডিয়ানদের এগিয়ে রাখবে। হিন্দুস্তানটাইমস

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের শিরোপা নিজের দেশে রেখে দেয়ার জন্য মুখিয়ে আছে গোটা ভারতবাসী। প্রথমবারের মতো এককভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ১২ বছর হয়ে গেছে ভারত শেষবার বিশ্বকাপ জিতেছে।

স্টেডিয়ামগুলোর নামকরণ থেকে শুরু করে ভেন্যু বাছাই, এবং পাকিস্তান ও মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন এসব কিছু বিবেচনায় নিয়ে পর্যবেক্ষকরা ধারণা করছেন, মোদির হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তৃতীয় মেয়াদে নয়াদিল্লির ক্ষমতার মসনদ আকঁড়ে রাখতে এই টুর্নার্মেন্টকেই ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।

কেউ কেউ অনুমান করছেন যে, ইন্ডিয়ান টিম এই আসরে জয়ী হলে, ২০২৪ সালের জুনে বিজেপির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই নির্বাচনের ঘোষণা দেবেন মোদি নিজেই। ইতিহাসবিদ, ঔপন্যাসিক এবং ক্রিকেটভক্ত মুকুল কেশাভান বলেন, আগের যেকোন সময়ের চেয়ে এই বিশ্বকাপকে সবচেয়ে বেশি রাজনীতিকরণ করা হয়েছে।

কেসাভান আল জাজিরাকে বলেন, এটি এমন একটি দেশের সরকারের মাধ্যমে আয়োজিত হচ্ছে যারা আসন্ন নির্বাচনকে মাথায় রেখে টুর্নামেন্টে প্রতিটি জয়কে নিজের দলীয় উদযাপনে পরিণত করতে দ্বিধা করবে না। তার দৃষ্টিতে বিজেপি সরকার নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ জোটের সম্মেলনকে যেভাবে রাজনীতিকরণ করেছে ঠিক এই বিশ্বকাপকেও একইভাবে কলুষিত করবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া