adv
১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সব যুদ্ধবিমান জ্বালিয়ে দেয়া হবে: রুশ প্রেসিডেন্ট পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: এবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পশ্চিমাদের অস্ত্র সহযোগিতা নিয়ে বেশিদিন যুদ্ধ করতে পারবে না ইউক্রেন। নিশ্চিত থাকুন জ্বালিয়ে দেয়া হবে তাদের সব যুদ্ধ বিমান। খবর বিবিসির।

শুক্রবার (১৬ জুন) সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এসব কথা বলেন পুতিন। পুতিন জানান, শত্রুদের সতর্ক করতেই বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়েছে মস্কো। পরিকল্পনা অনুযায়ী গ্রীষ্মের মধ্যেই বেলারুশে নিউক্লিয়ার ওয়্যারহেড মোতায়েনের কাজ শেষ হবে বলেও জানান তিনি।

পুতিন বলেন, আমরা সমগ্র পৃথিবীকে মোটেও হুমকি দিচ্ছি না। শুধুমাত্র রুশ ভূখণ্ড হুমকিতে পড়লেই এসব পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।

ইউক্রেনের পাল্টা অভিযান প্রসঙ্গে পুতিন বলেন, ওদের সাফল্যের কোনো সম্ভাবনা নেই। পশ্চিমা সহায়তা নিয়ে বেশিদিন টিকতে পারবে না কিয়েভের সেনারা। এ সময় মিত্রদের থেকে পাওয়া ইউক্রেনের সব এফ সিক্সটিন যুদ্ধবিমান জ্বালিয়ে দেয়া হবে বলেও মন্তব্য করেন পুতিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া