adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তৈরি পোশাকের মূল্য দিচ্ছে না ক্রেতারা

news_img (2)নিজস্ব প্রতিবেদক : বিদেশি ক্রেতারা বাংলাদেশের তৈরি পোশাকের উপযুক্ত মূল্য দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ-ফ্রেমিং দ্য ফিউচার পার্কে আয়োজিত ‘এ হাই লেভেল কনফারেন্স অন আরএমজি অ্যান্ড রেয়নড’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।
সেমিনারে বিদেশি ক্রেতাদের বাংলাদেশের তৈরি পোশাকের জন্য ন্যায্য দাম দেয়ার দাবি জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, সবকিছুর জন্যই টাকার প্রয়োজন। কারখানা-বিনিয়োগ কোনো কিছুই টাকা ছাড়া সম্ভব না। কিন্তু বিদেশি ক্রেতাদের কাছ থেকে বাংলাদেশের তৈরি পোশাকের ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ অনেক এগিয়েছে। চলতি অর্থবছরে ৩৩ মিলিয়ন ডলারের ওপরে রফতানি আয় হবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের একটি দেশ হয়ে উঠবে।

তোফায়েল বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর আমাদের ওপর বিভিন্ন শর্ত দেয়া হয়েছিলো। আমরা সব শর্ত সফলভাবে পালন করেছি। ট্রেড ইউনিয়ন করা হয়েছে। ভোটের মাধ্যমে ট্রেড ইউনিয়নের নেতা নির্বাচিত হচ্ছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া