adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপনীয় নথি মামলায় অভিযুক্ত আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: হোয়াইট হাউস ছাড়ার পরেও গোপনীয় নথি নিজের কাছে রাখার দায়ে অভিযুক্ত হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়নি। ফলে ট্রাম্প নজির সৃষ্টি করলেন। ট্রাম্প জানিয়েছেন, তার ফ্লোরিডা এস্টেটে গোপনীয় নথি রাখার দায়ে তাকে অভিযুক্ত করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ”আমার অ্যাটর্নিকে দুর্নীতিগ্রস্ত বাইডেন সরকার জানিয়েছে, আমি অভিযুক্ত। নথিভর্তি বাক্স নিয়ে ধাপ্পাবাজির পরিণতি এটা।”

তবে মার্কিন ন্যায় ও বিচারবিভাগ এই বিষয়ে মুখ খোলেনি।

ট্রাম্প বলেছেন, ”আমাকে মঙ্গলবার মিয়ামির আদালতে ডাকা হয়েছিল। আমি জানিয়েছি, আমি নির্দোষ।’ তবে মিডিয়া রিপোর্ট বলছে, সাতটি কারণে ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার মধ্যে হোয়াইট হাউস ছাড়ার পরেও গোপনীয় নথি ব্যবহার যেমন আছে, তেমনই তদন্তে বাধা দেয়ার বিষয়টিও আছে। এছাড়া তথ্য গোপন করা, মিথ্যা বিবৃতি দেয়া নিয়েও অভিযুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি। ডয়েচেভেলে

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া