adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে, তবে পুরোপুরি নেভেনি ফায়ার সার্ভিসের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানিয়েছেন, তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন হয়নি। পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। বলেন, দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রচন্ড বাতাস, পানির সংকট ও উৎসুক জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে এবং ভয়াবহতা তৈরি হয়েছে। কেন আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস অফিসে হামলার ঘটনায় এ সময় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বললেন, মার্কেটটি ২০১৯ সালে ঝুঁকিপূণ ঘোষণা করা হয়েছিল। দশবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু কেউ মানেনি।

এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তবে, ফায়ারের ৮ জন কর্মী আহত হওয়ার কথা জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিট। মার্কেটটিতে সহস্রাধিক কাপড়ের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা বুঝতে পেরে ফায়ার সার্ভিস সদর দফতরের সব ক’টি ইউনিট কাজে নেমে পড়ে। খবর পাঠানো হয় ঢাকার সকল স্টেশনে। আগুন নিয়ন্ত্রণে সবশেষ কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত টিম। আছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দলও। অগ্নিনির্বাপনের জন্য ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও।

এদিকে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের মধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারে ভাঙচুর করে। এতে ফায়ারের দুইজন কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া