adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুইবারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার কেঁপে ওঠে দক্ষিণাঞ্চলের হোর্মোজগন প্রদেশ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে দেশটিতে।

সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) পক্ষ থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। যদিও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শনিবার বিকালে হওয়া দু’টি ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭ ও ৫ দশমিক ৮। ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

তবে কেবল ইরান নয়। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, শনিবার বাহরাইন, সৌদি আরব, কাতার, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব দেশগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে সংযুক্ত আরব আমিরাতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত ২ জুলাই পরপর তিনটি ভূমিকম্পে বিধ্বস্ত হয় ইরানের দক্ষিণাঞ্চল। এতে ৫ জনের মৃত্যু হয়, আহত হয় আরও অনেকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া