adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাট কোহলিকে ফর্মে ফেরার নতুন পথ বাতলে দিলেন সুনিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি খরা কাটাতে গিয়ে নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন বিরাট কোহলি। লম্বা সময় ধরেই ব্যাট হাতে রান পাচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক। ফর্মে ফিরতে কোহলিকে নতুন পথ বাতলে দিয়েছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক ব্যাটার মনে করেন, পরিকল্পনা করে খেললে ফর্মে ফিরবেন কোহলি।
এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। কোহলি শেষবার শতকের দেখা পেয়েছিলেন ইডেনে, বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলের টেস্টে।
সেটাও ২০১৯ সালের নভেম্বরে। সময়ের হিসেবে ৩২ মাস! প্রায় তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও। টেস্টে সর্বশেষ ২২ ইনিংসে কোহলির হাফ সেঞ্চুরির সংখ্যা মাত্র তিনটি। অথচ এই সংস্করণের ক্রিকেটে তার ব্যাটিং গড় এখনও পর্যন্ত ৪৯.৫৩।
এদিকে ওয়ানডেতে সর্বশেষ ৭ ইনিংসে ২৫ গড়ে করেছেন ১৪৯ রান। যেখানে তার ক্যারিয়ার গড় প্রায় ৫৮। ২০১৮ সালে সাফল্য পেলেও এবারের সফরে ব্যর্থ কোহলি। ইংল্যান্ডের মাটিতে ভালো করতে বল দেরিতে খেলার পরামর্শ দিয়েছেন গাভাস্কার। ছন্দে না থাকায় প্রতি বলে খেলার প্রবণতাও বেড়ে তার। যা তার ক্ষতি করেছে বলে মনে করেন ভারতের সাবেক ব্যাটার।
এ প্রসঙ্গে গাভাস্কার বলেন, ইংল্যান্ডে যত দেরি করে সম্ভব বল খেলা উচিত। ততক্ষণে ডেলিভারির সম্পর্কে বোঝা যায়। ফলে সেই বলটা খেলা সহজ হয়ে যায়। খেলার পুনঃসম্প্রচার থেকে যা দেখেছি, তাতে আমার মনে হয়েছে কোহলি একটু এগিয়ে বল খেলতে চেয়েছে। আগেই বল খেলার একটা প্রবণতা তৈরি হয়েছে ওর। ও কিন্তু ২০১৮ সালের কথা মাথায় রাখেনি। সেবারের সফরে ও কিন্তু অফস্টাম্পের বাইরের বল অনেক দেরি করে খেলত। ফলে সাফল্য ও পেয়েছে।
তিনি আরও বলেন, ছন্দ না থাকলে প্রত্যেক বলেই খেলতে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। রান করার তাড়না অনুভব হয়। ফলে প্রতি বলেই মারতে ইচ্ছে হয়। প্রবণতা তৈরি হয়। তাতে আখেরে ক্ষতি হচ্ছে বিরাটের। এই ব্যাপারটায় কোহলির নজর দেওয়া উচিত। যদি একটু পরিকল্পনা করে, বুঝে নেয় যে বোলার কী ধরনের বল করবে, তাহলে আমার মনে হয় ওর সমস্যা হবে না। ও ফর্মে ফিরতে পারবে বলেও আমার বিশ্বাস। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া