adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক ১৯ জুন

ডেস্ক রিপাের্ট : বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) বৈঠকটি আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।

ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শনিবার (২৮ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে চলতি মাসের ৩০ মে বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ সেটি স্থগিত করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে বৈঠকের তারিখ পুনর্নির্ধারণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি তিনি। শুধু বলেছেন, দুই দেশের মধ্যে কিছু সমস্যা রয়েছে, যা এখনও সমাধান হয়নি।

আগামী ১৮ জুন দুই পক্ষ প্রস্তুতিমূলক আলোচনায় মিলিত হবে ইঙ্গিত দিয়ে মোমেন বলেন, মূলত জেসিসি বৈঠকটি ১৯ জুন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সূত্র: বাসস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া