adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি এখন দল নিয়ে ভাবছি, চুক্তির ব্যাপারে স্বার্থপর হতে পারি না: সালাহ

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর চুক্তি নবায়ন ইস্যুতে নানারকম গুঞ্জন শোনা যাচ্ছে। ভক্ত-সমর্থকদেরও আগ্রহের কমতি নেই। তবে মিশরীয় ফরোয়ার্ড বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলতে চান না তিনি।

নতুন চুক্তির প্রক্রিয়া কতটা এগোলো, সে বিষয়ে স্কাই স্পোর্টসে শুক্রবার সালাহ বলেন, আপাতত এসব নিয়ে ভাবছেন না তিনি। তার মূল লক্ষ্য দলকে সাফল্য এনে দেওয়া।
হ্যাঁ বা না, আমি কিছুই বলতে পারব না। তবে আমি কী চাই, সেটা আগেও অনেকবার বলেছি। আর এখন চুক্তির বিষয়ে বেশি ভাবতে পারি না কারণ, দলের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ।

দলের এখন জয় প্রয়োজন। এমন পরিস্থিতিতে আমি কেবল চুক্তি নিয়ে কথা বলতে পারি না। আমি শুধু দল নিয়ে ভাবতে চাই। লিভারপুলের সঙ্গে সালাহর চুক্তি ২০২৩ সাল পর্যন্ত। তাই এই তারকার সঙ্গে এখনই চুক্তি নবায়ন করা ইংলিশ ক্লাবটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নয়তো আগামী বছর ফ্রি ট্রান্সফারে সালাহকে ছেড়ে দিতে হতে পারে।

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দিয়ে সালাহ দ্রুত নিজেকে অ্যানফিল্ডে মানিয়ে নেন। হয়ে ওঠেন একাদশে নিয়মিত ও খুব গুরুত্বপূর্ণ সদস্য। বিশেষ করে গত তিন বছরে ক্লাবটির হয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ২৯ বছর বয়সী এই ফুটবলার। – স্কাই স্পোর্টস, বিডিনিউজ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2022
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া