adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুরবাজের শতকে হোয়াইটওয়াশ এড়াল আফগানরা

স্পাের্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই।

আফগানদের এই বড় জয়ে বড় অবদান ওপেনার রহমানউল্লাহ গুরবাজের।
১১০ বলে ৪টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ১০৬ রানের ইনিংস খেলেছেন তিনি। ৯ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি গুরবাজের তৃতীয় শতক। রান তাড়া করতে নেমে তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। গুরবাজের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৭৯ যোগ করেন রিয়াজ হাসান। এরপর ৪৯ বলে ৩৫ রান করা রিয়াজকে সাজঘরে পাঠান সাকিব আল হাসান।
তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন গুরবাজ ও রহমত শাহ। ৪৭ রানে রহমত শাহকে আউট করে মেহেদি হাসান মিরাজ ভাঙেন সেই জুটি। চারা নামা অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ফিরে যান ২ রান করেই। তবে নজিবুল্লাহ জাদরানকে নিয়ে বাকি ১০ রান তুলতে সমস্যা হয়নি গুরবাজের। এই জয়ের ফলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে আফগানরা, বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৬ দশমিক ৫ ওভারে ১৯২ রানে অলআউট হয় বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস এই ম্যাচেও আবির্ভূত হন ত্রাতা হিসেবে। ১১৩ বলে ৭টি চারের সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা সাকিব করেন ৩৬ বলে ৩০।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাহমুদ উল্লাহ রিয়াদের সংগ্রহ ৫৩ বলে ২৯। ২৫ বলে তামিম করেছেন ১১ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেতে পারেননি আর কোনো বাংলাদেশি ব্যাটার। আফগান বোলারদের মধ্যে সেরা ছিলেন রশিদ খান। ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে তার শিকার তিন উইকেট। ১০ ওভারে মাত্র ২৯ দিয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি। ম্যাচসেরা হয়েছেন গুরবাজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া