adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রেন খুঁড়তে গিয়ে হেলে পড়ল তিনতলা বাড়ি, ধসে পড়ার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট : খুলনা মহানগরীর বাগমারা এলাকায় তিনতলা একটি ভবন হেলে পড়েছে। সিটি করপোরেশনের ড্রেন সংস্কার কাজের জন্য খোঁড়াখুঁড়ি করার কারণে পুরাতন এই ভবনের সড়ক লাগোয়া অংশে ফাটল সৃষ্টি হয়। ভবন হেলে পড়ার সংবাদ ছড়িয়ে পড়লে ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ভবন ত্যাগ করেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ড্রেন নির্মাণের জন্য মাটি ও ইট তোলায় বাড়িটি হেলে পড়ে বলে মালিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরে একই দিন রাতে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও খুলনা সিটি করপোরেশনের লোকজন সতর্ক অবস্থানে থেকে ভবনের ফাটল অংশে বালুর বস্তা ফেলার কাজ তদারকি করছেন।

নগরীর বাগমারা মেইন রোড এলাকার ঝুঁকিপূর্ণ এ ভবনটির মালিক মৃত মহিউদ্দিন আহমেদ। তার মৃত্যুর পর স্ত্রী-সন্তানরা এখানে বসবাস করছেন। তিনতলা এ ভবনের দ্বিতীয় তলায় বাড়ি মালিকের পরিবার এবং নিচতলা ও তৃতীয় তলার ভাড়াটিয়া মিলিয়ে মোট ১১টি পরিবার বসবাস করত।

এ বিষয়ে বাড়ির মালিক মরহুম মহিউদ্দিনের জামাতা তৌফিকুর রহমান পিন্টু বলেন, বাড়িটি পাকিস্তানি আমলের। ২৫ বছর আগে তার শ্বশুর বাড়িটি ক্রয় করেন। তিনতলা ভবনের ওপরে টিন সেডের কয়েকটি ঘর রয়েছে। মালিকসহ ভবনে ১২টি পরিবার বাস করেন। গত ১৫ দিন ধরে শ্রমিকরা এখানে মাটি খোঁড়ার কাজ করছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রমিকদের বাড়ির মূল বেজের নিচ থেকে ইট তুলতে নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি। তারা বেজের ইট ও মাটি তুলে ফেলে। এর কিছুক্ষণ পরে বাড়িটি হেলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

তিনি আরও বলেন, পরিবারের সদস্য ও ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে বাড়ি ত্যাগ করলেও মালামাল ও মূল্যবান কাগজপত্র তারা বের করতে পারেননি।

স্থানীয়রা জানান, ড্রেনের সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ঝুঁকিপূর্ণ জেনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সতর্কমূলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যে কারণে এর আগেও নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডসহ কয়েকটি স্থানে ফাটল ধরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক বাবুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করে বলেন, মহানগরীর বাগমারা এলাকায় ৫২ নং ভবনটি ডানদিকে সামান্য হেলে পড়েছে। এ ছাড়া পাশের আরও দু’টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে ভবনে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তারা ওই ভবন থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এ ছাড়া ঝুঁকি এড়াতে ভবনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন তারা ওই সড়কের দু’পাশ আটকে সেখান থেকে সাধারণ লোকজনের চলাচল এবং ওই ভবনে প্রবেশ বন্ধ করে রেখেছেন।’

তিনি আরও বলেন, পাশে ড্রেনেজ প্রকল্পের কাজ চলছিল। সেখানের নিচ থেকে মাটি সরে গেছে। এ কারণেই ভবন হেলে পেড়েছে। এ ছাড়া ভবনটি সামান্য হেলে পড়ায় বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে। – আরটভিি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া