adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে সর্বদা উন্নতির জায়গা রয়েছে: স্কালোনি

স্পোর্টস ডেস্ক : সময়টা যেনো শুধুই আর্জেন্টিনার। দীর্ঘ ২৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপার দেখে পেয়েছে দলটি। কোপা আমেরিকা জয় কিংবা বিশ্বকাপ বাছাইপর্ব- সবখানেই জয় জয়কার আলবেসেলিস্তেদের। এখন পর্যন্ত ২১ ম্যাচে অপরাজিত লিওনেল মেসিরা হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য, অজেয়। দলের সাফল্যে অতিমাত্রায় উচ্ছ্বসিত নন কোচ লিওনেল স্কালোনি। জানালেন, দল অজেয় হয়ে উঠতে সময় প্রয়োজন আরও। আপাতত খেলার দিকেই পূর্ণ মনোযোগ স্কালোনির।

অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ৮ই অক্টোবর প্যারাগুয়ের মাঠে আতিথ্য নেবে সাদা-আকাশীরা।
১১ই অক্টোবর ঘরের মাঠে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ উরুগুয়ে। তৃতীয় ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘ম্যাচ এসেছে, আমি খুবই খুশি। কারণ এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ এবং আমাদের বিশ্বাস রয়েছে যে আমরা ভালো। আমাদের একটা ভিত্তি রয়েছে, দলের ৮০-৯০ শতাংশ প্রায় একই আছে। যার ফলে কম সময় থাকলেও মনে একটা প্রশান্তি কাজ করে।’

দলের সাফল্যের দিকে নয়; বরং উন্নতির দিকেই মনোযোগ স্কালোনির। তিনি বলেন, ‘আমরা অজেয় দল নই। তা থেকে অনেক দূরে আছি। আমরা নিজেদের অবস্থা সম্পর্কে জানি। আমরা যা ভালো পারি, তা করে যেতে হবে। ফুটবলে সবসময়ই উন্নতির জায়গা রয়েছে।’

ঠাসা সূচি হলেও খেলোয়াড়দের পর্যাপ্ততা থাকায় চিন্তিত নন স্কালোনি। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচের মাঝে প্রস্তুতির জন্য মাত্র দুই দিন আছে। অনেক বেশি কাজের চাপ নিয়েই এখানে এসেছি এবং এখানের চাপটাও বাদ দিতে পারবো না। একসঙ্গে তিনটি ম্যাচ খেলা নতুন ব্যাপার। তবে আমাদের বড় স্কোয়াড আছে। তাই মানিয়ে নিতে পারবো।’

তিন ম্যাচের জন্য ৩০ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। ইতিমধ্যেই সুযোগ পাওয়া ২৭ খেলোয়াড় যোগ দিয়েছেন জাতীয় দলের ক্যাম্পে।

এখনও জাতীয় দলে যোগ দিতে আর্জেন্টিনায় ফিরতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি ও তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া এবং লিয়ান্দ্রো পারাদেস। রোববার ফরাসি লিগ ওয়ানের ম্যাচ থাকায় আর্জেন্টিনা ফিরতে পারেননি এই তিনজন। তবে মঙ্গলবারের মধ্যে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল মেসিদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া