adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড ডাচ নারী ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : বল হাতে বিশ্বরেকর্ড গড়লেন ফ্রেডরিক ওভারডাইক। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনই রেকর্ডবুকে ঘষামাজা করেন নেদারল্যান্ডসের এ ডানহাতি মিডিয়াম পেসার । ফ্রান্স নারী দলের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৩ রান খরচায় ৭ উইকেট নেন ওভারডাইক। তার স্পেলে দুই ওভার মেডেন।

নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও এর আগে ৭ উইকেট নিতে পারেননি কোনো বোলার। কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ৬ উইকেটের নজির রয়েছে ১২ জন বোলারের (নারী ক্রিকেটে ৭ জন, পুরুষ ক্রিকেটে ৫ জন)।

বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট পেলেন ওভারডাইক। নারী-পুরুষ ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ড ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের। তিনি মালদ্বীপের বিপক্ষে ০ রানে নিয়েছিলেন ৬টি উইকেট।

রেকর্ড গড়ার পথে তিনবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ওভারডাইক। এর মধ্যে একবার চার বলে নেন তিন উইকেট ।

তার বিধ্বংসী বোলিংয়ে ফ্রান্স অলআউট হয় মাত্র ৩৩ রানে। পরে ৩.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস।
একইদিন জার্মান নারী দলের বিপক্ষে রীতিমতো ছেলেখেলাই করেছে আয়ারল্যান্ড। গ্যাবি লুইসের ৬০ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আইরিশরা। জবাবে পুরো ২০ ওভার খেলে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩২ রান করে জার্মানি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া