adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উরুগুয়ের বিদায়, কোপার সেমিফাইনালে কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক : স্বপ্ন ভঙ্গ লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের। কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে। কলম্বিয়া পৌঁছে গেল আসরের সেমিফাইনালে।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চায় বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচটির নির্ধারিত সময় গোলশূন্যভাবে শেষ হয়। পরে কোপার নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে গড়ায় খেলা। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে জয়ী হয় কলম্বিয়া। শুট আউটে দু-দুটি গোল ঠেকিয়ে দলটির জয়ের নায়ক গোলরক্ষক ডেভিড আসপিনা।

কলম্বিয়া প্রথম চার শটের সবকটিতেই গোল আদায় করে। উরুগুয়ের পক্ষে প্রথম শটে কাভানি গোল করলেও দ্বিতীয় শটে মিস করেন জোসে গিমেনেজ। তার শট রুখে দেন আসপিনা।

তৃতীয় শটে সুয়ারেজ গোল করলেও চতুর্থ শটে ব্যর্থ মাতিয়াস বিনা। যে শট রুখে কলম্বিয়াকে আনন্দে মাতান আসপিনা। অন্যদিকে কান্নায় ভাসেন মাতিয়াস বিনা, জোসে গিমেনেজরা। ২০০১ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়া সেমিফাইনালে খেলবে আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যে জয়ীদের বিপক্ষে।

অন্য সেমিফাইনালে ব্রাজিল খেলবে পেরুর বিপক্ষে। মারাকানা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই। – গোল ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া