adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল- নেপালকে যেভাবে দেখছে মিরাজবাহিনী

bangladeshরাফি রাইন রাফি : যুব বিশ্বকাপের চলতি আসরে অংশ নেয়া দলগুলোর শক্তি নিয়ে যে আলোচনা চলছিলো টাইগার দলের খেলোয়াড় আর কর্মকর্তাদের মধ্যে, সেখানে নেপালের নাম কেউ ভুলেও উচ্চারণ করেছে বলে মনে হয় না। সেই নেপালই যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। শুক্রবার সকাল ৯টায় মিরপুর স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। নেপাল গ্র“প পর্বের টানা দুই ম্যাচ জয় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। এরপরই বাংলাদেশ ওদের (নেপাল) বিরুদ্ধেই কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বুনছিলো। গ্র“পের শেষ ম্যাচে ভারতের কাছে হেরে  নেপাল রানার্সআপ হওয়ায় কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ পায় বাংলাদেশকে। লাল-সবুজের দলও শেষ ম্যাচ জিতে গ্র“প চ্যাম্পিন হয়ে নেপালের প্রতিপক্ষ হয়। 
শেষ আটে কাক্সিক্ষত প্রতিপক্ষ পেলেও সতর্ক রয়েছে টাইগার শিবির। সেমিফাইনালে জায়গা করে নিতে আত্মবিশ্বাসের সুরেই কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেছেন, নেপালকে মোটেও হালকা করে দেখছি না। ক্রিকেট বলে কথা, ওরাও জেতার ক্ষমতা রাখে।  গত মঙ্গলবার কক্সবাজারে নামিবিয়ার বিপক্ষে দারুণ জয়ে শীর্ষে থেকে গ্র“প পর্ব শেষ করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারের ম্যাচ মিরাজরা জিতে ৫০ ওভারের আগেই। বাংলাদেশ অধিনায়ক বললেন, এই জয়ের আত্মবিশ্বাস প্রেরণা জোগাবে সামনের পথচলায়।
অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সব দলের সঙ্গে ভালো করতে না পারলে আমাদের আত্মবিশ্বাস হয়ত কমে যেতে পারত। এই বড় জয় আরও আত্মবিশ্বাসী করে তুলবে আমাদের। তিনি বলেন, আমাদের সামনে এখন নেপাল। এই সব দলের বিপক্ষেই আমাদের বেশি সাবধান থাকতে হবে। কারণ, এই দলগুলোর বিপক্ষে দুর্ঘটনা বেশি হয়। আমাদের লক্ষ্য থাকবে কোনো দুর্ঘটনা যাতে না হয়। নেপালকে হালকা করে নেওয়া যাবে না। আমরা ঠিক পথে থাকলে সব দরজাই খোলা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া