adv
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কোন দেশের বিরুদ্ধে কতো গোল

স্পোর্টস ডেস্ক : পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন। চলতি ইউরো কাপে ফ্রান্সের বিপক্ষে সবশেষ ম্যাচে দুই গোল করে রেকর্ড করেছেন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের।

আন্তর্জাতিক ফুটবলে এত দিন দেশের হয়ে সবচেয়ে বেশি গোলের (১০৯) রেকর্ড ছিল ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ির। তার পাশেই এখন রোনালদোর নাম। ইউরো ক্যাপের শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে খেলবে পর্তুগাল। এই ম্যাচে একটা গোল হলেই ছাড়িয়ে যাবেন আলী দাইয়িরকেও।

আন্তর্জাতিক ফুটবলে প্রথম গোল পান ২০০৪ সালে। গ্রিসের বিপক্ষে ওই ম্যাভটা ছিল ইউরো কাপে। শুরুর মতো সবশেষ গোল দুটিও এসেছে ইউরো কাপের আসরে। চলতি আসরে এখন পর্যন্ত ৫টি গোল করেছেন তিনি। হাঙ্গেরির বিরুদ্ধে ২টি, জার্মানির বিরুদ্ধে ১টি এবং ফ্রান্সের বিরুদ্ধে ২টি গোল করেছেন।
কোন দেশের বিপক্ষে কত গোল রয়েছে রোনালদোর-

১ গোল করে করেছেন আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, ফিনল্যান্ড, ঘানা, গ্রিস, আইসল্যান্ড, ইরান, মরক্কো, জার্মানি, ওয়েলস, ইউক্রেন, স্লোভাকিয়া, সার্বিয়া, পোল্যান্ড, পানামা, উত্তর কোরিয়া, ইসরাইল ও নিউজিল্যান্ডেন বিরুদ্ধে।
২ গোল করে করেছেন আজারবাইজান, বসনিয়া হারজেগোভিনা, ক্যামেরুন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, কাজাখাস্তান, সৌদি আরব ও ফ্রান্সের বিরুদ্ধে। ৩ গোল করে করেছেন বেলজিয়াম, ডেনমার্ক, উত্তর আয়ারল্যান্ড, রাশিয়া, স্পেন ও সুইজারল্যান্ড।
৪ গোল করে করেছেন এস্তোনিয়া, ফারো আইল্যান্ড ও নেদারল্যান্ডস। ৫ গোল করে আরমেনিয়া ও লাটভিয়া, ৬ গোল করে অ্যান্ডোয়া, হাঙ্গেরি ও লুক্সেমবার্গ। এবং ৭ গোল করে লিথুনিয়া ও সুইডেনের বিরুদ্ধে। – গোল ডটকম/

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া