adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ২০২৩ খেলতে হলে প্রত্যেকটা ওয়ানডে ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বিশ্বকাপ বাছাই পর্ব এড়াতে হলে আগামী ২০২৩ সালের মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ আট এ থাকতে হবে টাইগারদের।

সেই হিসেব মাথায় রেখে উইন্ডিজদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। এরমধ্যে সিরিজের দুটি ওয়ানডে খেলেছে দু’দল। যেখানে বাংলাদেশ জিতে নিয়েছে ২টি ওয়ানডে।

এই দুই ম্যাচে বাংলাদেশ পেয়েছে ২০ পয়েন্ট। এই হিসেবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে টাইগাররা। যেখানে বাংলাদেশের উপরে রয়েছে ৪০ পয়েন্ট নিয়ে এক নম্বরে অস্ট্রেলিয়া ও ৩০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ইংল্যান্ড।

বাংলাদেশের পর সমান ২০ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান ও ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আফগানিস্তান। আয়ারল্যান্ডের অবস্থান ১০ পয়েন্ট নিয়ে ছয়ে আর ভারতের অবস্থান ৯ পয়েন্ট নিয়ে সাতে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া