adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত পৌনে ৬ লাখ, মৃত সাড়ে ৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসার লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। এতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রতিনিয়িত শনাক্ত হচ্ছে অসংখ্য মানুষ। অবশ্য সুস্থ হয়ে ঘরে ফেরা মানুষের সংখ্যাও বাড়ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩২ লাখ ৪৮ হাজার ৮২১ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ১৬ হাজার ২৯৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮১ লাখ ৩৬ হাজার ১৬৬ জন এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৬৮১ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৯৯ হাজার ৯৭৬ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ১১ লাখ ৮৬ হাজার ৪১ জন।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৩ লাখ ৩১ হাজার ৯৮৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ৫৬৫ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া