adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদফপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি – দেশে একদিনে আরও ১ হাজার ৬৮৪ জন আক্রান্ত, মৃত্যু ১৬

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৮৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এছাড়াও এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এ নিয়ে মোট পাঁচ হাজার ৫৯৩ জন মারা গেলেন করোনায়। আর উল্লেখিত সময়ে নতুন সুস্থ হয়েছেন এক হাজার ৫৭৬ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ১৬৯টি নমুনা সংগ্রহ ও ১৪হাজার ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৮৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮২ হাজার ৯৫৯ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ১২হাজার ৪৪৮টি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন ১৫ জন এবং বাড়িতে একজন। যারা মারা গেছেন তাদের মধ‍্যে বেশির ভাগের বয়স ৬০-এর উপরে।

আর নতুন এক হাজার ৫৭৬ জনসহ দেশে কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া