adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাহুল গান্ধী ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন-বললেন আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন বলে মন্তব্য করেছেন বিজেপির আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রাহুলের রাফাল বিমান চুক্তি সংক্রান্ত অভিযোগকে ইতিমধ্যে বিজেপির তরফে ‘ভিত্তিহীন ও লজ্জাজনক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‌পাকিস্তান যদি রাফাল চুক্তিকে স্বীকৃতি দেয়, তা হলেই উনি সে কথা শুনবেন। উনি তো ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন।’ খবর আনন্দবাজার ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তিনি আরো জানান, শুধু একটি বাইপাস সার্জারি করতে হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই সার্জারি করেই তিনি রাফাল যুদ্ধবিমানকেনা সংক্রান্ত যাবতীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলেছিলেন। গায়েব করেছিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এই অভিযোগ করেছেন। তাঁর দাবি, রাফাল কাণ্ডে তদন্ত হোক প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও।

মোদির ভূমিকা নিয়ে রাহুলের প্রশ্ন

৩৬টি রাফাল বিমান ক্রয়ের ক্ষেত্রে মোদী সরকারের ভূমিকা নিয়ে বৃহস্পতিবার রাহুল সাংবাদিকদের বলেন, ‘আমি আর নতুন করে কোনও অভিযোগ-টভিযোগ করতে চাই না। আর কিছু বলার নেই আমার। ওই সব নথিপত্রের ব্যাপারে সরকারের তরফেই তো সব কিছু বলে দেওয়া হয়েছে।’ সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, রাফাল সংক্রান্ত যাবতীয় গোপন সরকারি নথিপত্র ‘চুরি’ হয়ে গিয়েছে।

কোনও ‘নকল’ জিনিস তো আর চুরি হয় না উল্লেখ করে রাহুল বলেন, ‘সরকারের তরফে আদালতে দেওয়া ওই বিবৃতিতেই স্পষ্ট সংশ্লিষ্ট নথিপত্রগুলি ভুতুড়ে ছিল না। সেখানে প্রধানমন্ত্রীর (নরেন্দ্র মোদী) নাম রয়েছে। রাফাল চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কী ভূমিকা ছিল, তারও উল্লেখ রয়েছে। সেগুলি চুরি হয়ে গিয়েছে বলে সরকারই জানিয়েছে। ফলে সেই সব নথি নিয়ে আর কোনও সন্দেহ, সংশয় থাকল না। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ। ফলে, অন্যরা অভিযুক্ত হলে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকেও অভিযুক্ত হতে হবে।’’

রাহুলের আরও অভিযোগ, ‘‘শিল্পপতি অনিল অম্বানীকে বড় সুযোগসুবিধা পাইয়ে দিতেই রাফাল কেনা নিয়ে টালবাহানা চলছিল।’’

বিষয়টি এখন আদালতের এক্তিয়ারে, এ কথা মনে রেখেই কংগ্রেস সভাপতি বলেন, ‘‘বিচার যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সেটা এবার আদালত আর সরকারকে সুনিশ্চিত করতে হবে।’’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2019
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া