adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে রাজিনের অবসরের ঘোষণা

স্পোর্টস ডেস্ক : জাতীয় লিগের ম্যাচ খেলে বিভাগীয় ক্রীড়া সংস্থার আমন্ত্রণে কক্সবাজার থেকে সিলেট আসেন রাজিন সালেহ। ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টেস্ট অভিষেকের মঞ্চে পান ফুলের শুভেচ্ছা, হাতে ওঠে ক্রেস্ট। চা শহরটির ক্রিকেটার হিসেবে যারা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন তাদের মধ্যে হাজির ছিলেন অনেকেই। উৎসবের দিনটিই রাজিনের জন্য হয়ে উঠল বিদায় বলার ক্ষণ। ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এ ব্যাটসম্যান।

প্রেসবক্সে এসে সাংবাদিকদের সঙ্গে আড্ডা শেষে আনুষ্ঠানিকভাবে জানালেন, ৫ নভেম্বর কক্সবাজারে জাতীয় লিগের পরের রাউন্ড শেষেই খেলোয়াড়ি অধ্যায়ের ইতি টানবেন। সেটি জানানোর সময় চোখে পানি ধরে রাখতে পারেননি বাংলাদেশের হয়ে ২৪ টেস্ট ও ৪৩ ওয়ানডে খেলা এ সাবেক।

রাজিন সবশেষ টেস্ট খেলেছেন ২০০৮ সালে, মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। রঙিন জার্সিতে তার শেষ ম্যাচ ২০০৬ সালের অক্টোবরে, ভারতের মাটিতে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। পরে আর জাতীয় দলে ডাক আসেনি। দাপট নিয়েই খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। সাদা জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে থামছেন বয়স যখন ৩৫ ছুঁইছুঁই।

খেলোয়াড়ি জীবন থেকে ইতি টানলেও রাজিন থাকতে চান ক্রিকেট নিয়েই। জানালেন, কোচ হয়ে সার্ভিস দিতে চান সিলেট বিভাগকে। দেশের বাইরে থেকে লেভেল টু কোচেস ট্রেনিং করেছেন। গত বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। একটি ক্রিকেট একাডেমিও চালান নিজ এলাকায়।

‘ক্রিকেট আমার রক্তে মিশে আছে। সম্ভব না ক্রিকেট থেকে দূরে থাকা। সিলেটের বিভাগীয় কোচ হিসেবে কাজ করার ইচ্ছা আছে। খেলোয়াড়ি জীবন নিয়ে আমার অতৃপ্তি নেই। এখন যারা সিনিয়র সাংবাদিক তাদের ধন্যবাদ দিতে চাই। আমার শুরুর সময়ে তারা মাঠে ছিলেন। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে তাদের অনেক অবদান।’ ছলছল চোখে বলেন রাজিন।

একসময় রাজিনকে বুকে টেনে সাংবাদিকরা দেন সান্ত্বনা। কী-বোর্ডের খটখট শব্দ থামে কিছু মুহূর্তের জন্য। বিদায় নেন রাজিন।

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে রাজিনের সিলেট বিভাগ খেলবে ঢাকা বিভাগের বিপক্ষে। শেষ ম্যাচটি সেঞ্চুরিতে উদযাপন করে চান স্মরণীয় বানিয়ে রাখতে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ সেঞ্চুরি করা এ মিডলঅর্ডার ব্যাটসম্যানের জন্য সেটি আর এমন কঠিন কি!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া