adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল বেটিংয়ে জড়িত থাকায় বলিউড পরিচালক গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। গত ২৭ মে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনাল ম্যাচে সানরাইজ হায়দরাবাদকে হারিয়ে সর্বোচ্চ তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাহেদ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।

আনন্দের এ আসরটি শেষ না হতেই একে একে সামনে আসছে আইপিএল বেটিংয়ে জড়িত থাকা সব খলচরিত্রগুলোর নাম। গত মঙ্গলবার আইপিএল বেটিংয়ে জড়িত থাকা সন্দেহে সোনু জালান নামের একজনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। রিমা-ে পুলিশি জেরায় তার মুখ থেকে বেরিয়ে আসে সালমানের খানের ছোট ভাই অভিনেতা আরবাজ খানের নাম।

সোনু জালানের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরবাজ খানকে তলব করে মুম্বাই পুলিশ। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে ওঠা বেটিংয়ের অভিযোগ স্বীকার করে নেন আরবাজ। বলেন, সোনু জালানের হাত ধরেই বেটিংয়ে অংশ নেন তিনি। সোনুর উদ্দেশ্য ছিল আরবাজকে কাজে লাগিয়ে মোটা অংকের অর্থ বাগিয়ে নেয়া।

সোনু জালান ‘জুনিয়র কলকাতা’ নামের একটি বেটিং চক্রের অন্যতম সদস্য। এবার সেই সোনুর স্বীকারোক্তিতে বেরিয়ে পড়ল আরও এক রাঘব বোয়ালের নাম। তিনি বলিউডের নামকরা পরিচালক সাজিদ খান। পুলিশি জেরার মুখে সোনু জানান, ‘সাজিদ ক্রিকেট বেটিংয়ে অভ্যস্ত। গত সাত বছর ধরে বেটিং চক্র দলের অন্যতম সদস্য তিনি।’

তবে সোনু জালানের এমন অভিযোগ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পরিচালক সাজিদ খান। মুখে একেবারে কুলুপ এটে রয়েছেন ‘হাই বেবি’, ‘হাউজফুল’র মতো বলিউড ছবি এ নির্মাতা।

এদিকে মুম্বাইয়ের থানে ক্রাইম শাখার একটি সূত্র জানিয়েছে, সোনু জালানের অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে সাজিদ খানকে সমন পাঠানো হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া অভিনেতা আরবাজ খানকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানায় সূত্রটি। -ক্রিকইনফো

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া