adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন – তারেক রহমান দেশে ফিরুক বিএনপি চায় না

ডেস্ক রিপাের্ট : লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরে আসুক এটা বিএনপি চায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এতদিন শুনতাম চিকিৎসার জন্য তিনি (তারেক) লন্ডন গিয়েছেন, এখন দেখি অন্য কথা। তারেক জিয়া দেশ থেকে চলে গেছেন আর রাজনীতি করবেন না বলে। এখন তিনি পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি।’

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের ভুলতা আড়াইহাজার সড়কের কাজ পরিদর্শন শেষে উজান গোপিন্দীতে এক জনসভায় ভাষণে তিনি এসব কথা বলেন।

২০০৭ সালে গ্রেপ্তারের পরের বছর প্যারোলে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চিকিৎসার জন্য যান তারেক রহমান। কথা ছিল, তিনি দেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করবেন। কিন্তু তিনি আসেননি আর সম্প্রতি ফাঁস হয়েছে তিনি চার বছর আগেই যুক্তরাজ্য সরকারের কাছে পাসপোর্ট জমা দিয়ে সে দেশে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বিএনপি ২৩ এপ্রিল এই বিষয়টি অস্বীকার করলেও ওই রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জমা দেয়া পাসপোর্টের নথিপত্র দেখালে পরদিন বিএনপি তা স্বীকার করে।

সরকার তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি না থাকলেও অন্য একটি আইনে তারেককে ফেরানোর চেষ্টা চলছে এবং যুক্তরাজ্য সরকার এতে আগ্রহ দেখিয়েছে।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, তারেক রহমানকে চাইলেই দেশে ফিরিয়ে আনতে পারবে না সরকার। ওবায়দুল কাদের জনসভায় খন্দকার মোশাররফের বক্তব্যেরও জবাব দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে জীবনে আর বের হয়ে আসতে পারবে না। তাই একেক সময় একেক কথা বলেন বিএনপির নেতারা।’

জনসভার ভাষণে মন্ত্রী বলেন, ‘নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ ভূমিকা রাখছেন। আজকে দেশের নারীরা পিছিয়ে নেই। এসব ভূমিকার জন্য তিনি গতকাল (শুক্রবার) অস্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন।’

কাদের বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আওয়ামী লীগই সবচেয়ে বেশি সময় ক্ষমতায় রয়েছে। বিএনপি আন্দোলন করবে এ বছর নাকি সে বছর। রোজার ঈদের পর নাকি কোরবানির ঈদের পর, সেটাই তারা ঠিক করতে পারছে না।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘কাজের লোককে ভোট দেবেন, দলের লোককে নয়। যিনি কাজ করেন তাকেই নির্বাচিত করবেন। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু থাকবে না, মানুষের কাজে এলে সেটাই থাকবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না, জনগণ যেভাবে ভালো থাকে সে কাজ করুন। ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের ভালোবাসা হারাবেন না। জনগণের কাছে যান, তাদের জন্য কাজ করুন।’

জনসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আড়াহাজার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া