adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন – বিএনপি নেতারা পারলে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করুক

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার বিষয়ে ঘোষণা দেয়া বিএনপিকে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন ওবায়দুল কাদের। সাবেক প্রধানমন্ত্রীকে পারলে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে বলেছেন তিনি।

বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা বলেন সড়কমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

গত ২৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণার পর বিএনপির পক্ষ থেকে দেশে আগুন জ্বালানোর হুমকি এসেছিল। তবে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর বিএনপি কর্মসূচি দেয় শান্তিপূর্ণ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে ‘হঠকারী’ কর্মসূচি দিতে নিষেধ করে গেছেন। আর এখন অবধি বিএনপির সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান, মানববন্ধন, গণস্বাক্ষর, লিফলেট বিতরণের মাধ্যমে তাদের নেত্রীর মুক্তি দাবি করছে।

আদালতে জামিনের জন্য চেষ্টার পাশাপাশি বিএনপি নেতারা বলছেন, আন্দোলনের মাধ্যমেই মুক্ত করা হবে তাদের নেত্রীকে।

এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা নাকি তাদের নেত্রীকে আন্দোলনকে তাদের নেত্রীকে মুক্ত করবে? করুক না…।’

একই দিন সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী কারাগারে খালেদা জিয়ার জীবন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষ ও সরকার যে ধরনের আচরণ করেছে এবং তার (খালেদা জিয়া) চিকিৎসা নিয়ে যে টালবাহানা করছে তাতে আমরা দেশনেত্রীর জীবন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করছি।’

খালেদা জিয়াকে জীবিত মুক্ত হতে দেবে না বলে এর আগেও বিএনপির পক্ষ থেকে বক্তব্য এসেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কাদের বলেন, ‘দেখুন বেগম জিয়ার বয়স হয়েছে, হায়াৎ তো জন্মের সময় নির্ধারণ হয়ে যায়। এটা পবিত্র কোরআন শরিফেই লেখা আছে। আওয়ামী লীগ কখনও এমন নোংরা রাজনীতি করেনি, করবেও না।’

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার কোনো রাজনীতি করছে না বলেও জানান কাদের।

খুলনা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সাতদিন আগে সেনা মোতায়েনে বিএনপির দাবির পক্ষে নন কাদের। তার বিবেচনায় এটি অযৌক্তিক অবস্থান।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘আপনারা (বিএনপি) তো বাংলাদেশে অনেক দিন ক্ষমতায় ছিলেন। আপনাদের প্রশ্ন করতে চাই…বাংলাদেশের কোন নির্বাচনে, কবে আপনারা সেনাবাহিনী নিয়োগ করেছিলেন?’

‘নিজেরো যেটা করেননি, সে উপদেশ এখন ক্ষমতায় না থেকে কেন দিচ্ছেন? যখন আপনারা ক্ষমতায় ছিলেন, কখনও কি কোন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ হয়েছে?’

‘কাজেই নিজেরা যেটা প্র্যাকটিস করেননি, বিরোধী দলে এসে নিজেদের অবস্থান খারাপ দেখে, এসব আবোল তাবোল বকছেন।’

তবে সেনা মোতায়েন হবে কি না, এ প্রশ্নের জবাব নির্বাচন কমিশন দেবে জানিয়ে কাদের বলেন, ‘এখানে অহেতুক আওয়ামী লীগ কেন মন্তব্য করবে?

যে সব ভিআইপি এবং মন্ত্রীরা উল্টো পথে গাড়ি চালাচ্ছেন, তাদেরকেও সতর্ক করেন সড়কমন্ত্রী। বলেন, ‘এখন তারা বুঝছেন না, দুদক ধরলে বুঝবেন।’

যারা উল্টোপথে চলেন, তাদেরকে ‘অসাধারণ ব্যক্তি’ বলে কটাক্ষও করেন কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া