adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌমন্ত্রী বললেন- স্বাধীনতার বিপক্ষের মেধাকে চাকরি দেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার বিপক্ষের মেধাকে চাকরি দেওয়া যাবে না এমন দাবি করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমরা কোটার জন্য মুক্তিযুদ্ধ করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি কোটা বাতিল করেছেন মেনে নিয়েছি। কিন্তু আমাদের দাবি আপনাকে মানতেই হবে।’

রােববার (১৫ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এবং মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ যৌথ ভাবে এ সমাবেশের আয়োজন করে।

‘কোটা বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের অপমান করা হয়েছে’ মন্তব্য করে নৌমন্ত্রী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ছাত্ররা করতেই পারে। তাদের দাবি তারা সরকারের সামনে তুলে ধরতে পারে। কিন্তু এই আন্দোলনে এমন কিছু শ্লোগান উত্থাপিত হয়েছে, যা মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত করেছে।’

কোটা সংস্কারে আন্দোলনকারীদের উদ্দেশ্যেও শাজাহান খান বলেন, ‘তোমরা মুক্তিযোদ্ধাদের সম্মান নাই করতে পার, কিন্তু অপমান করতে পার না। কোটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা কাদের মেধাবী বলব? আদর্শহীন কাউকে আমরা মেধাবী বলতে পারি না।’

‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রীসহ আমরা যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আছি, তারা কেউই ফার্স্ট ক্লাস ফার্স্ট হই নাই। কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনায় দক্ষ।’

সভাপতির বক্তব্যে শাজাহান খান বলেন, ‘আমরা বিস্মিত হয়েছি, যখন দেখেছি এই আন্দোলনের মধ্যে এমন কিছু লোক, ভিসির বাড়িতে রাতে মুখোশ পরে আক্রমণ করেছে এবং সেখানে ভাঙচুর ও অগ্নিসংগযোগ করেছে। এরা কারা? এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘অনেকেই এই আন্দোলনের মধ্যে দিয়ে চেষ্টা করেছে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য। তারেক রহমান এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল।’

এ সময় রাজাকার, জামায়াত, শিবিরের সন্তানদের সরকারি চাকরি না দেওয়া এবং যারা সরকারি চাকরিতে রয়েছে তাদের অপসারণ করার দাবিসহ মন্ত্রী ছয় দফা দাবি ঘোষণা করেন। একইসঙ্গে দাবি আদায়ে কর্মসূচিও ঘোষণা করেন

নৌন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে গণজমায়েত ও মিছিলে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহবায়ক আশিবুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহমেদ, জাসদের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এমপি, সাংবাদিক আবেদ খান, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া