adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরব আমিরাতেই আইপিএল আয়োজনে অনুমোতি দিলো সরকার

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসর সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে ভারত সরকার। ফলে সেপ্টেম্বরেই নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। এরই মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আইপিএলের পরবর্তী আসর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। তবে এক্ষেত্রে ভারত সররকারের অনাপত্তিপত্রের প্রয়োজন ছিল। অবশেষে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের অনুমতি প্রদান করেছে তারা।

রোববার একটি সভায় টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা। সেখানে সিদ্ধান্ত নেয়া হয় প্রতিটি দল ২৪ জন ক্রিকেটারের স্কোয়াড গঠন করতে পারবে। একই সঙ্গে সীমাহীন কোভিড-১৯ বদলিরও ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেয়া হয় এই সভায়।

এদিকে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা থাকায় শুরুতে দর্শকশুন্য স্টেডিয়ামে আইপিএলে আয়োজনের কথা ভাবছিল আরব আমিরাত ক্রিকেট বোর্ড। তবে সরকারের অনুমতি সাপেক্ষে ৩০-৫০ শতাংশ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন। গত শুক্রবার (৩১ জুলাই) বোর্ডের সেক্রেটারি মুবাশি উসমানি এমনটাই জানিয়েছিলেন।

প্রেস ট্রাষ্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) উসমানি বলেন, ‘অবশ্যই আমাদের মানুষরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চায়। তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত। এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমিত পাওয়া যেতে পারে। আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে আছি। আমরা সরকারের অনুমোদনের ব্যাপারে আশাবাদী। – ক্রিকফ্রেঞ্জি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া