adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা পাইনি ভারতীয় দল

INDIAN-TEAMস্পোর্টস ডেস্ক : তিন মাস পড়েই ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর৷ দিল্লিতে গ্রুপ পর্বে ঘানা, কলম্বিয়া, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারতীয় দল৷ টুর্নামেন্টের আগে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য নর্টন দে মাতোসের কোচিংয়ে মেক্সিকো,অস্ট্রেলিয়া,আমেরিকায় প্রস্তুতির পরিকল্পনা ছিল ‘মেন ইন ব্লু’-র৷ কিন্তু ভিসা সমস্যায় জন্য মার্কিন মুলুকে যাওয়াই হল না ভারতের৷
অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের সিওও অভিষেক যাদব জানান, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসার আবেদন না করে উঠতে পারায় এই সফর বাতিল হয়েছে৷ এআইএফএফ ও মার্কিন ফুটবল ফেডারেশন ভারতীয় দলের সফরের জন্য অনেক আগেই গ্রিন সিগন্যাল দেয়৷ যদিও ভারতীয় দল সেসময় ইউরোপে ইতালি, ফান্স ও পর্তুগালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ব্যস্ত থাকায় দল ফিরলে তারপরই ভিসার আবেদন করা হবে বলে সিধান্ত নেওয়া হয়৷ ইউরোপ ট্যুর সেড়ে ভারতীয় যুব দল ফেরার পর ভিসার আবেদন করা হলেও পরে তা পেতে সমস্যা হয়৷’
চলতি মাসের শেষেই মেক্সিকোতে হতে চলা চার দেশের যুব টুর্নামেন্টের অংশগ্রহণ করতে চলেছে ভারতীয় অনূর্ধ্ব ১৭ দল৷ যেখানে চিলি, কলম্বোর বিরুদ্ধে ম্যাচ খেলবে অভিজিত সরকাররা৷ সেই টুর্নামেন্টের আগেই আমেরিকার বিরুদ্ধে নিজেদের শক্তি বুঝে নেওয়ার জন্যই এই সফরের আয়োজন করেছিল ভারত৷ যা ভেস্তে যাওয়ায় মাতোসের শিষ্যদের প্রস্তুতি ধাক্কা খেল বলে মনে করছে ফুটবল মহল৷কলকাতা-২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া