adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক সদিচ্ছা না থাকায় ব্যাংকিং খাতে লুটপাট -বললাে সিপিডি

CPDনিজস্ব প্রতিবেদক : ব্যাংকিং খাতে লুটপাটের পেছনে রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

১০ জুলাই সোমবার ‘জাতীয় বাজেট ২০১৭-১৮ : অনুমোদন-পরবর্তী পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় গবেষণা সংস্থাটি।

রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

সংস্থাটি ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য সুশাসন না থাকা, কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ দেখভাল না করা ও অর্থ বিভাগের তদারকির ঘাটতির কথা উল্লেখ করে।

তবে এসবের বাইরে রাজনৈতিক সদিচ্ছার অভাবে ব্যাংকিং খাতে অনিয়ম ও লুটপাট চলছে বলে দাবি সংস্থাটির।

সংস্থাটির মতে, রাজনৈতিক সিগন্যাল না থাকলে প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রয়োগ করা যায় না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের প্লেন উড়তে পারেনি; তা মুখ থুবড়ে পড়েছে। নির্বাচনের পরে যাতে আবার শূন্য থেকে শুরু করতে না হয়, সে জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য অনলাইন-ব্যবস্থাসহ অন্য প্রস্তুতিমূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা বলে সংস্থাটি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন- পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন, খন্দকার গোলাম মোয়াজ্জেম ও গবেষক তৌফিকুল ইসলাম খান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া