adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজ -সানজামুলের ওয়ানডে অভিষেক

Sajnamulক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা সিরিজেই বাংলাদেশ দলে জায়গা পেয়েছিলেন সানজামুল ইসলাম। তবে হঠাৎ করে মেহেদী হাসান মিরাজ দলে ঢুকলে মাঠে আর নামা হয়নি তার। অভিষেকের অপেক্ষাটা দীর্ঘ হচ্ছিলো এই বাঁহাতি স্পিনারের। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। এক সিরিজ পরই সেই মেহেদীর জায়গায় একাদশে সুযোগ পেলেন সানজামুল। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনের ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শুক্রবার ওয়ানডে ক্যাপ পেয়েছেন ২৭ বছরের এই নবীন।
আয়ারল্যান্ডে এখনও জয়হীন রয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হবার পর দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচে জিততে মরিয়া টাইগাররা। সে লক্ষ্যেই একাদশে পরিবর্তন আনে বাংলাদেশ দল। প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সানজামুলের। বাংলাদেশের ১২৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো এ তরুণের।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন সানজামুল। গত কয়েক বছর ধরেই বল হাতে উজ্জ্বল ছিলেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটে ৬৩ ইনিংসে ৮০ উইকেট পেয়েছেন সানজামুল, সেরা ৫/৩০। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৭ ম্যাচে ১০১ ইনিংসে ২১২টি উইকেট নিয়েছেন তিনি, সেরা ৯/৮০। ফার্স্ট ক্লাসে বাংলাদেশের ইতিহাসে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ড সানজামুলের। এছাড়াও প্রয়োজনে ব্যাটও করতে জানেন তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া