adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

IRANআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের অব্যাহত হুঁশিয়ারি সত্ত্বেও ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহার বরাত দিয়ে বৃহস্পতিবার আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, হরমুজ-২ ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে। এটি সমূদ্রে ৩০০ কিলোমিটার দূরের ভ্রাম্যমান লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর নামের জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই।

ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহা বলেছেন, ‘হরমুজ-২ নামের নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বুধবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসন চালাতে গেলে তেহরানের পক্ষ থেকে তারা বিস্ময়কর জবাব পাবে। এর একদিন পর হরমুজ-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানালো আইআরজিসি।

এর আগে গত জানুয়ারিতে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ইরান। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপের হুমকি দিয়েছিলেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া