adv
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তাসকিন-মোস্তাফিজে ধুঁকছে শ্রীলংকা

TASKINস্পাের্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তামিম ইকবালের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ৭ উইকেটে ৩৯১ রানে ইনিংস ডিক্লিয়ার করে বাংলাদেশ। 
  
৩ মার্চ শুক্রবার টাইগারদের ইনিংসের জবাবে ব্যাটিংয়ে তাসকিনের জোড়া আঘাত আর কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের বোলিং ধারে কাটা পড়েছে প্রেসিডেন্ট একাদশের তিন ব্যাটসম্যান। 
  
সকালে বোলিংয়ে নেমে চতুর্থ ওভারে জ্বলে উঠেন তাসকিন। ৩.২ ওভারে আভিষ্কা ফার্নান্দোকে তুলে নেন তিনি। মাত্র ৩ রান করা আভিষ্কাকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান তাসকিন। 
  
একই ওভারের পঞ্চম বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন ইরোশ সামারাসুরিয়া। 
  
পরে দ্বাদশ ওভারে কাটারমাস্টারের হাতে কাটা পড়েন ওপেনার রন চন্দ্রগুপ্ত। ৪২ বলে ২০ রান করে মোস্তাফিজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। 
  
দিনেশ চান্দিমাল ১৫ এবং রোশান সিলভা ৯ রানে ক্রিজে আছেন। 
  
এরআগে বৃহস্পতিবার মোরাতুয়ায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তামিম ইকবালের ১৩৬, মুমিনুল হকের ৭৩, লিটন সরকারের অপরাজিত ৫৭ এবং মাহমুদউল্লাহর ৪৩ রানের সুবাদে ৩৯১ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। 
  
শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের পক্ষে চামিকা করুনারত্নে ৩টি, লাহিরু সামারকোন ও লাসিথ আম্বুলদেনিয়া ১টি করে উইকেট লাভ করেন। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া