adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহাকাশে একসঙ্গে শতাধিক স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড গড়লো ভারত

India_Satellite4আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে ১০৪টি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে বিশ্ব রেকর্ড গড়েছে ভারত। বুধবার সকালে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ সংস্থা ইসরো।

পিএসএলভি-৩৭ রকেটের মাধ্যমে ১০৪টি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণ করা হলো। ভারতই প্রথম দেশ যারা এক মিশনেই মহাকাশে এতগুলো স্যাটেলাইট পাঠাল। মাত্র আঠারো মিনিটেই সবগুলো স্যাটেলাইট মহাশূন্যে অবমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

মাত্র তিনটি ছাড়া বাকি সব স্যাটেলাইট বিদেশি, যার ৯৬টি যুক্তরাষ্ট্রের। এছাড়া ইসরায়েল, কাজাখস্তান, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডসের স্যাটেলাইট রয়েছে সেখানে।

পর্যবেক্ষকদের মতে, ভারত যে হাজার-কোটি ডলারের স্পেস মার্কেট প্রতিযোগিতায় বড় খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছে, এটি তারই লক্ষণ।

প্রকল্প পরিচালক বি জয়কুমার বার্তা সংস্থা রয়টার্সকে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমাদের প্রত্যেকের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। আজ আমরা ইতিহাস গড়েছি।’

স্যাটেলাইট উৎক্ষেপণে বিশ্ব রেকর্ড করায় বিজ্ঞানীদের অভিনন্দন জানানো প্রথম ব্যক্তিদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘ইসরো’র এই অসাধারণ কৃতিত্ব আমাদের মহাকাশ বিজ্ঞান কমিউনিটি এবং পুরো জাতিকে একটি গর্বিত মুহূর্ত এনে দিয়েছে। সমগ্র ভারত আমাদের বিজ্ঞানীদের স্যালুট জানাচ্ছে।’

এর আগে এক মিশনে সবচেয়ে বেশি সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের রেকর্ড ছিল রাশিয়ার দখলে। ২০১৪ সালে দেশটি একসঙ্গে ৩৭ টি স্যাটেলাইট মহাকাশে পাঠায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2017
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া