adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত আক্রান্ত হলে পাশে থাকবে বাংলাদেশ

k-k-kনিজস্ব প্রতিবেদক : কাশ্মীর নিয়ে পাক-ভারত উত্তেজনার প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ভারত আক্রান্ত হলে তাদের পাশে থাকবে বাংলাদেশ।

৪ অক্টােবর মঙ্গলবার সচিবালয়ে এক সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে বাংলাদেশ-ভারত সম্পর্ক ইস্যুতে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

গত ২২ সেপ্টেম্বর ভারত অধিকৃত কাশ্মীরে সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, ভারতের পক্ষ থেকে পাল্টা হামলার পর থেকে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছিল। এরপর কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যরা রণসাজে রয়েছে। একাধিকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

পরমাণু শক্তিধর দুদেশের উত্তেজনার মধ্যে বাংলাদেশের অবস্থান কী- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নয়াদিল্লিতে সাম্প্রতিক সফরে ভারতীয় সাংবাদিকরাও একই প্রশ্ন করেছিলেন। আমি তাদের বলেছি- বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রয়েছে। সবখানে ভারত আমাদের সহযোগিতা করে। ভারত যখন আক্রান্ত হবে নিশ্চয়ই আমরা (বাংলাদেশ) ভারতের সঙ্গে থাকব।'

বাংলাদেশের কোনো প্রস্তুতি রয়েছে কি না- জবাবে আসাদুজ্জামান বলেন, 'পাকিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই। ১২০০ মাইল দূরে তাদের অবস্থান। তাদের হুংকার, হাঁক-ডাকে আমাদের কিছু আসে যায় না।'

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, 'আমরা (বাংলাদেশ) তাদেরকে ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। আমরা তাদের কথা চিন্তাও করতে চাই না, স্মরণও করতে চাই না।'

পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন বর্জনের বিষয়ে তিনি বলেন, 'তারা আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করায় আমরা সার্ক সম্মেলনে যাইনি।'

গুলশান জঙ্গি হামলার সন্দেহভাজন তাহমিদ হাসিব খানকে জামিন দেয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তাহমিদকে জামিন দিয়েছেন আদালত। বাংলাদেশের আদালত স্বাধীন, তাই তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে।'

তিনি বলেন, 'তাহমিদের কাছ থেকে গোয়েন্দারা উল্লেখযোগ্য কোনো তথ্য পায়নি। তারপরেও প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে- এই শর্তে তাকে ছেড়ে দেয়া হয়েছে।'

যুদ্ধাপরাধীদের সন্তানরা নজরদারিতে আছে কি না- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, 'তারা তো কোনো অপরাধ করেনি। তারা যদি বাংলাদেশের আইন-কানুন মেনে সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করে, সেক্ষেত্রে আমরা তাদের প্রতি কেন অবিচার করবো।'

তবে তিনি বলেন, 'তারা যদি বাংলাদেশের বিদ্যমান আইন-কানুন ভেঙে তাদের অভিভাবকদের বাঁচানোর চেষ্টা করে এবং কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।'

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সীমান্ত হত্যাকাণ্ড শূণ্যের কোটায় নামিয়ে আনতে বাংলাদেশ কাজ করছে। সীমান্তে একটি লোক মারা যাক তা আমরা চাই না। সেজন্য দুপক্ষের আলোচনা চলছে।'

তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে স্বয়ংসম্পূর্ণ করতে 'এয়ার উইং' গঠনে মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদন দিয়েছে। এজন্য হেলিকপ্টার ক্রয় করতে যাচ্ছি; কয়টি ক্রয় করা হবে তা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিএসআরএফ'র সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া