adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে বাংলাদেশ

computerডেস্ক রিপাের্ট : বাংলাদেশে প্রথমবারের মতো কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। সর্বশেষ প্রযুক্তির ৬ষ্ঠ প্রজম্মের প্রসেসর সমৃদ্ধ ২০টি মডেলের ল্যাপটপ নিয়ে আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের প্রথম প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে অভিষেক ঘটছে ওয়ালটনের। এর মধ্য দিয়ে সময় এখন বাংলাদেশের স্লোগানে ইন্টেল ও মাইক্রোসফট এর সহায়তায় দেশের প্রযুক্তি ইসিহাসে নতুন পালক যুক্ত করলো ওয়ালটন।      
এ বিষয়ে ওয়ালটন গ্রুপের ডিরেক্টর এসএম রেজাউল আলম শামীম জানিয়েছেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই তৈরি হচ্ছে ওয়ালটন ল্যাপটপ। ক্লোনিং বা অ্যসেম্বিলিং নয়, দেশের মানুষের সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতে দেশেই তৈরি হবে বিশ্বের  লেটেস্ট প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। এ জন্য ইউরোপ থেকে আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে বিশাল পরিসরে সেই মেশিনারিজ ইনস্টলেশন চলছে। 

সূত্র মতে, রাজধানীর  হোটেল ওয়েস্টিনে মেড বাই বাংলাদেশের এই পর্দার উন্মোচন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম শামসুল আলম, বেসিস সভাপতি এবং প্রযুক্তিবন্ধু মোস্তফা জাব্বার, ইন্টেল কর্পোরেশনের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মঞ্জুর, মাইক্রোসফট প্রতিনিধি মিস্টার পুবুদো বাসনায়েক। 

সূত্র মতে, প্রান্তিক মানুষের কাছে তাদের আরাধ্য ল্যাপটপ পৌঁছে দিতে শুরুতেই এক বছরের কিস্তি ও বিক্রয়োত্তর সেবা নিয়ে বাজারে আসছে ওয়াল্টন ল্যাপটপ। ল্যাপটপগুলো দাম থাকছে ২৯,৫০০ টাকা থেকে শুরু করে ৯৫,৫০০ টাকার মধ্যে। 

বাজার মূল্য থেকে সমজাতীয় ফিচারের ল্যাপটপের চেয়ে এই মূল্য ৬-১২ হাজার টাকা কম হবে বলে জানিয়েছে ওয়ালটন বিপনন কর্মকর্তা লিয়াকত আলী। তিনি জানিয়েছে, ক্রেতাদের সাধ্য বিবেচনায় মূল্য সাশ্রয়ের পাশাপাশি তাদের জন্য এটা কিনতে বেগ পেতে না হয় সে জন্য ক্রেতাদের জন্য থাকবে সহজ শর্তে ১২ মাসের কিস্তিতে ল্যাপটপ কেনার সুবিধা।

শর্তসাপেক্ষে থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। কেনা যাবে অনলাইনেও। ল্যাপটপ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। দেশের প্রতিনিধিত্ব করতে এতে থাকছে বাংলা কিবোর্ড ও বিজয় বাংলা সফটওয়্যার। 

জানা গেছে, দেশের টেক প্রজন্মকে রোমাঞ্চকর অনুভূতি দিতে ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ফিচার। ব্যবহারকারীদের কাজের প্রকৃতি অনুযায়ী ওয়াল্টন ল্যাপটপগুলোকে বিন্যস্ত করা হয়েছে ৪টি সিরিজে। এগুলো হলো ওয়্যাক্স জাম্বু, কেরোন্ডা, টেমারিন্ড ও প্যাশন। 

এর মধ্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক কাজের উপযোগী করে তৈরি করা হয়েছে ফ্যাশন সিরিজের ল্যাপটপগুলো। দৈনন্দিন ও দাফতরিক কাজ করার উপযোগী করে তৈরি করা হয়েছে টেমারিন্ড সিরিজের ল্যাপটপ। আর ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, ড্রইং, সিম্যুলেশন ও গেমিং এর জন্য তৈরি করা হয়েছে কেরেন্ডো ও ওয়্যাক্স জাম্বু সিরিজের ল্যাপটপ।  

প্রাথমিক পর্যায়ে ওয়্যাক্স জাম্বু’র ১৭.৩ ইঞ্চি ডিসপ্লের ১টি মডেল, কেরোন্ডা’র ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের একটি মডেল, প্যাশন-এর গ্রে ও সিলভার কালারের ১৪ ইঞ্চি ডিসপ্লের তিনটি মডেল ও ১৫ ইঞ্চি ডিসপ্লের ৬টি মডেল, টেমারিন্ড-এর গ্রে ও সিলভার কালারের ১৪-ইঞ্চি ডিসপ্লের ৬টি মডেল ও ১৫-ইঞ্চি ডিসপ্লের ৩টি মডেল বাজারে ছাড়া হচ্ছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া