adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ চুরির মূল হোতাদের চিহ্নিত করেছে সিআইডি (ভিডিও)

30DB-SWIFT-master768-400x272ডেস্ক রিপোর্ট : রিজার্ভ চুরির মূল হোতা হিসেবে ফিলিপাইন ও শ্রীলঙ্কার সাত থেকে আট জন অপরাধীদের চিহ্নিত করেছে সিআইডি। তবে এখনো অভিযুক্তদের নাম প্রকাশ করতে চান না কর্মকর্তারা।

সিআইডি তদন্তে, বাংলাদেশ ব্যাংকের সুইফট নেটওয়ার্কে অভ্যন্তরীণ নেটওয়ার্ক সংযোগের তথ্য পাওয়া গেছে। যা স্বাভাবিক নিয়মে থাকার কথা নয়।

শুরু থেকেই বলা হচ্ছে দুর্বল নেটওয়ার্ক নিরাপত্তার কারণে রিজার্ভ চুরি সম্ভব হয়েছে। কিন্তু কি ছিলো সেই দুর্বলতা ? তদন্তে দেখা গেছে সুইফটের সাথে সংযোগ ছিলো বাংলাদেশ ব্যাংকের ৩টি সার্ভারের। আর এগুলোর মনিটর ছিলো মাত্র একটি। রিজার্ভ চুরির ২মাস আগে এই তিন সার্ভারের সাথে কেবল দিয়ে সংযোগ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের। নিয়ম অনুযায়ী সুইফটের ডিভাইজের সাথে অন্য কোন নেটওয়ার্কের সংযোগ থাকার কথা নয়। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারাও জানতেন বলে জানিয়েছে সিআইডি।

ব্রিটিশ আইটি নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, সুইফট কোড ভাঙ্গতে ম্যালওয়ার পাঠানো হয়েছে বাংলাদেশ থেকেই।

এ প্রসঙ্গে সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, এই দুর্নীতির জন্য আসলে কারা, কিভাবে এবং কেন দায়ী? আমরা যে তথ্য প্রমাণ সংগ্রহ করেছি তার অধিকাংশই হলো ডিজিটাল এভিডেন্স বা প্রমাণ। আর এগুলোকে বিশ্লেষণ করতে হবে ডিজিটাল পদ্ধতিতে। সেই প্রক্রিয়া এখনো চলছে।

পুলিশ সুপার আরও বলেন, যারা টাকা নিয়েছে তাদের সম্পর্কে আমরা যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি। ফিলিপইনের এনটি মানি লন্ডারিং কমিশন (এএমএলসি) ছাড়াও তাদের ডিপাটমেন্ট অফ জাস্টিজ, তাদের এনসিবি বা ইন্টারপোল সকল সংস্থা আমাদের সাহায্য করেছে। আমাদের দেশের জনগণের টাকা, সেটা আমরা ফিরিয়ে আনব।

এ সম্পর্কে বিএই’র সাইবার থ্রেট ইন্টেলিজেন্সের প্রধান আদ্রিয়ান নিশ বলেন, যে ম্যালওয়ার পাঠানো হয়েছিলো তা ব্যাংকের ডাটাবেজ থেকে অর্থ সরানোর রেকর্ড মুছে ফেলার সক্ষমতা রাখে। আর লেনদেনের নির্দেশনায়ও বাধা প্রদান করতে পারে। এমনকি লেনদেন বন্ধ করে তা ব্যাংক হিসেবেও হস্তক্ষেপ করতে পারে।

রিজার্ভ চুরির মূল হোতা হিসেবে ৭ থেকে ৮ জন অপরাধীকে সনাক্ত করেছে সিআইডি। অপরাধীরা ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিক। দেশগুলোর সাথে সম্পর্ক রক্ষায় এখনই তাদের পরিচয় জানাতে রাজি নয় তদন্ত সংস্থা। সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থ ফেরতের বিষয়ে।

নেটওয়ার্ক নিরাপত্তার দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি সুইফট কর্তৃপক্ষও দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। যমুনা টেলিভিশন

https://www.youtube.com/watch?v=qWm15rkWvVA

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2016
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া