adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো হত্যাকাণ্ডে আইএসের সংশ্লিষ্টতা নেই- বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

kamal1_110957নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ যখন শান্তিতে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহলের তা সহ্য হচ্ছে না।  তারা হত্যাসহ নানা অরাজকতা সৃষ্টি করছে। শান্তি বিনষ্টের প্রয়াস চালাচ্ছে।

২৮ এপ্রল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ পুলিশ আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

কারো নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশে মানুষ হত্যা করে আইএসের নাম দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা কোনো ঘটনায় আইএসের সংশ্লিষ্টতা পাইনি। তাহলে আইএস  আসে কোথা থেকে?”

আসাদুজ্জামান খান কামাল বলেন, “দু-একজন বিপদগামী তাদের আইএস মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু তা হতে দেয়া হবে না। তাদের বলব, এ ভ্রান্ত মতবাদ ছেড়ে আসল পথে ফিরে আসুন। আমরা সব পেশা ও ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

হত্যাকাণ্ডগুলোকে দেশের অগ্রযাত্রা থমকে দেয়ার ষড়যন্ত্র বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তবে ভয়ের কিছু নেই। আমাদের পুলিশ বাহিনী  সচেষ্ট আছে। সবাই সহযোগিতা করলে বাংলাদেশ এগিয়ে যাবে।”  

সম্মেলনে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া