adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যারেথ বেলের জোড়া গোলে রিয়ালের নাটকীয় জয়

BELLস্পোর্টস ডেস্ক : দুর্বল রায়ো ভায়েকানোর মাঠে হারতেই বসেছিল রিয়াল মাদ্রিদ। তবে দুই গোলে পিছিয়ে পড়ার পরও গ্যারেথ বেলের জোড়া গোলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের দল।
এই জয়ে কিছুক্ষণের জন্য লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল রিয়াল। তবে মালাগাকে ১-০ গোলে হারিয়ে দুই ঘণ্টা পরেই শীর্ষে ওঠে আতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট তালিকার চূড়ায় দিয়েগো সিমেওনের দলও অবশ্য বেশিক্ষণ থাকতে পারেনি। পরের ম্যাচে স্পোর্তিং গিহনকে ৬-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা।

গত ডিসেম্বরে এই ভায়েকানোকেই ১০-২ গোলে হারিয়েছিল রিয়াল। কিন্তু চোটে পড়া ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া ফিরতি পর্বের এ ম্যাচে খেলতে নেমে কঠিন পরীক্ষাই দিতে হলো শিরোপা লড়াইয়ে থাকা দলটিকে।

ম্যাচের তৃতীয় মিনিটে করিম বেনজেমার পাসে গ্যারেথ বেলের শট পোস্টে লাগলে হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের।

খানিক পরই অল্প সময়ের ব্যবধানে জোড়া গোল খায় রিয়াল। সপ্তম মিনিটে বাঁ-দিক থেকে পর্তুগিজ ফরোয়ার্ড বেবের বাড়ানো বল পেয়ে ছয় গজের বক্সের মধ্যে থেকে প্রথম শটেই দলকে এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার আদ্রিয়ান এমবার্বা।

এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আরেকটি গোল। চতুর্দশ মিনিটে রাফায়েল ভারানে একটি কর্নার হেডে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে গোলমুখে ফাঁকায় বল পেয়ে যান ভেনেজুয়েলার ফরোয়ার্ড মিকু। আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

২-০ ব্যবধানে পিছিয়ে খেই হারিয়ে বসা রিয়ালের রক্ষণে আরও চাপ বাড়ায় উজ্জ্বীবিত ভায়েকানো। ২৭তম মিনিটে ৩৫ গজ দূর থেকে বেবের বিদ্যুৎ গতির বাঁকানো শট কেইলর নাভাস ঝাঁপিয়ে ঠেকালে সে যাত্রায় বেঁচে যায় রিয়াল।

এর আট মিনিট পর ব্যবধান কমায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে দারুণ হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন বেল।

বিরতির খানিক আগে বড় ধাক্কা খায় রিয়াল; চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি স্ট্রাইকার বেনজেমা।

২-১ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা রিয়াল ৫২তম মিনিটে সমতায় ফেরে। ডান দিক থেকে ব্রাজিলের ডিফেন্ডার দানিলোর ক্রসে অনেক লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়ান লুকাস ভাসকেস।

৮১তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে দেন বেল। প্রথম গোলদাতা এমবার্বার ভুল পাস ধরে বাঁ-দিক দিয়ে দ্রুত ডি বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে সমতায় ফিরতে পারতো ভায়েকানো, তবে মিকুর শট ভারানের পায়ে লেগে ক্রসবারের উপর দিয়ে চলে গেলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে রিয়াল।

৩৫ রাউন্ড শেষে বার্সেলোনা ও আতলেতিকোর পয়েন্ট সমান ৮২। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে লুইস এনরিকের দল। তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৮১।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া