adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক নজরে প্রিমিয়ারের ১২ ক্লাব

DCL Pic 2016জহির ভূইয়া ঃ অবশেষে অনেক নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হল ঘরোয়া ক্রিকেট আসর তথা প্রিমিয়ারডিভিশন ক্রিকেটের প্লেয়ার বাই চয়েজের কার্যক্রম বা লটারী। আজ বিকেল অবদি রাজধানীর একটি হোটেলে সিসিডিএমের চেয়ারম্যান, বিসিবির সভাপতির নামজুল হাসান পাপনের উপস্থিতে সস্পন্ন হল ১০৮ ক্রিকেটারের ক্লাব ভাগ্য। আইকন ৭ ক্রিকেটার, এ+ গ্রেডের ৬ ক্রিকেটার ও এ গ্রেডের ৪ ক্রিকেটার মোট ১৭ জনকে আলাদা পর্বে রেখে বিসিবি। এবং ১১টি ক্লাব ২ জন করে রেখে দেবার কারনে  ১৮৮ ক্রিকেটারের মধ্যে থেকে তালিকা কমে তা নেমে আসে ১৬৬ জনে। বি+, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড ও এফ গ্রেড থেকে মোট ১০৮ ক্রিকেটার ক্লাব গুলো নিজেদেও পছন্দ মতো বেছে নেয়।


এক নজরে নতুন মৌসুমে কোন ক্রিকেটার কোন দলে
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: কাজী নুরুল হাসান সোহান, শুভাগত হোম চৌধুরী, মেহেদী মারুফ, তাইবুর রহমান পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বী, মনির হোসেন খান, শেহনাজ আহমেদ।
প্রাইম দোলেশ্বর: রনি তালুকদার, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন তান্না, সগির হোসেন পাভেল, মোহাম্মদ জিয়াউর রহমান। 
আবাহনী লিমিটেড: লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলায়েন সজীব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য। 
কলাবাগান ক্রিকেট একাডেমি: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান লিমন, ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না। 
মোহামেডান স্পোর্টিং ক্লাব: নাঈম ইসলাম, আরিফুল ইসলাম, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন,শুভাষিস রয় চৌধুরী, হামিদুল ইসলাম হিমেল।  
লিজেন্ডস অব রূপগঞ্জ : জহিরুল ইসলাম অমি, খন্দকার মোশাররফ হোসেন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দীক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদী হাসান রানা। 
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন (জুনিয়র), আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বী, ফজলে রাব্বী মাহবুব, এনামুল হক, জুবায়ের আহমেদ। 
ব্রাদার্স ইউনিয়ন : আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি, জাকির হোসেন, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা দ্বীপ, তুষার ইমরান। 
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: সোহাগ গাজী, আরাফাত সানী, মার্শাল আইয়্যুব, মুক্তার আলী, জয়রাজ শেখ ঈমন, শফিউল ইসলাম, শেখ নাজমুস সাদাত, জাবিথ হোসেন, রাসেল আল মামুন। 
কলাবাগান ক্রীড়া চক্র: খান আব্দুর রাজ্জাক, তাসামুল হক, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম অনিক, তানভীর হায়দার খান, মেহরাব জুনিয়র, নিহাদুজ্জামান,জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ।
ক্রিকেট কোচিং স্কুল: সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ (বাউন্ডিং), নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ আলম, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওণ, মোহাম্মদ সালমান হোসেন লিমন, রাফাতুজ্জমান অভি।
গাজী গ্রুপ ক্রিকেটার্স: অলোক কাপালি, ইলিয়াস সানী, শামসুর রহমান শুভ, মেহেদী হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, মোহাম্মদ ফোরকান, আবু সায়েম চৌধুরী।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া