adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ খেলতে কোহলিরা পাকিস্তানে যাবে না, শর্তসাপেক্ষে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি পিসিবি

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নির্দিষ্ট কিছু শর্ত আছে। শর্ত অনুযায়ী, নির্দিষ্ট তিনটি মাঠেই ম্যাচ খেলতে চেয়েছেন বাবর আজমরা। যদিও প্রথমে পিসিবির পক্ষ থেকে বলা হয়েছিল, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে তারাও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। তবে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পিসিবি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে রাজি পিসিবি। – আজকাল

প্রাথমিকভাবে জানা গিয়েছে, চলতি বছরে ১৫ অক্টোবর মুখোমুখি হবে দুই দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কথা ছিলো। কিন্তু সেই মাঠে খেলতে চায় না পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও বিশ্বকাপ ফাইনাল হবে আহমেদাবাদেই। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তাহলে অবশ্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে তাদের আপত্তি নেই। – ইন্ডিয়ান এক্সপ্রেস

যে তিনটি স্টেডিয়ামে খেলার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, তারমধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু। পাকিস্তান বোর্ডের পছন্দের তালিকায় রয়েছে কলকাতাও। তবে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। অন্যদিকে বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সরকারিভাবে বিশ্বকাপের সূচি এখনও ঘোষণা করা হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া