adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল মাশরাফিদের টি২০ বিশ্বকাপ মিশন শেষ

T20 Logoজহির ভূইয়া ঃ টি২০ ম্যাচে মাশরাফিদের রেকর্ড ভাল না। এই অপবাদ নিয়েই টি২০ বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। টি২০ ফর্মেটে মাশনরাফিরা এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে সেটা নতুন করে প্রমান করে। আর টি২০ বিশ্বকাপ আসরে যা হয়েছে তাতো রীতিমতো কাঁপুনি জাঁগানোর মতো ঘটনা। কাল টি২০ বিশ্বকাপ আসরে মাশরাফিদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। কাল কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

হতে পারে এই ম্যাচ শেষে সুপার টেন পর্বে টানা ৪ ম্যাাচে হারের রেকর্ড নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ। আবার এটাও হতে পারে শেষ ম্যাচে সান্তনার জয়ের স্বাদ পেতে পারে মাশরাফিরা। যদিও রেকর্ড মাশরাফিদেও পক্ষে কথা বলছে না। এ যাবত কালে দুই দেশের মধ্যে মাত্র ৩টি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তাতে ৩টি-তেই জয়ী নিউজিল্যান্ড। ২০১০সালে সিডন্স পার্কে, ২০১২ সালে শ্রীলঙ্কার মাটিতে পাল্লেকেলেতে টি২০ বিশ্বকাপ আর ২০১৪ সালের ৬ নভেম্বর শেষ সাক্ষাতে মাশরাফিরা নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ ম্যাচে হেরেছে।


২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই বিশ্বকাপ আসরে ভারতের বিপক্ষে হেরেই সেমি থেকে বাদ হয়।  এবার টি২০ বিশ্বকাপের মুল পর্বে ইডেনে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে আর পরের ম্যাচে ব্যাঙ্গালোরে অসিদের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায়। আর তৃতীয় ম্যাচে ২২ মার্চ ব্যাঙ্গালোরে হাতের মুঠোয় আসা ম্যাচ নিজেরাই হেরেছে টাইগাররা। ৩  বলে ২ রান দরকার। তারপরও হেরেছে বাংলাদেশ। ভারত জিতেছে এটা বলার উপায় নেই। বাংলাদেশ হেরেছে। এটাই বাস্তবতা। ক্রিজে মুশফিক, যদি আকাশে বল না ভাসাতেন! মুশফিক যদি আগে ১টি সিঙ্গেলস রান নিয়ে স্কোর ১৪৬ পূর্ন করতেন! একই কথা মাহমুদুল্লাহ-র ক্ষেত্রেও প্রযোগ্য। মুশফিক ক্যাচ দিয়ে বিদায় নিলে একই পথের পথিক হলেন মাহমুদুল্লাহ। তিনিও একই কায়দায়, একই ভাবে বল আকশে ভাসালেন। তিনিও ক্যাচ দিলেন। ফিল্ডার সেই আগের জনই। কি হতো যদি আগে ১টি রান নিয়ে নিতেন! তাহলে তো আজ ভারতের বিপক্ষে নিজের জেতা ম্যাচ শেষে হারের কষ্ট বয়ে বেড়াতে হত না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া